শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

লেবাননে ১৪৩ কোটি টাকায় মুক্তির নির্দেশ গাদ্দাফির ছেলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৫১, ১৮ অক্টোবর ২০২৫

লেবাননে ১৪৩ কোটি টাকায় মুক্তির নির্দেশ গাদ্দাফির ছেলের

লিবিয়ার সাবেক প্রেসিডেনট মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফিকে প্রায় ১৪৩ কোটি টাকায় (১১ মিলিয়ন ডলার) জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন লেবাননের এক বিচারক। গত দশ বছর ধরে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই বন্দি ছিলেন তিনি। শুক্রবার লেবাননের বৈরুতের বিচার প্রাসাদে বিচারক জাহের হামাদে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং জামিনের অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তির নির্দেশ দেন।

তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, মুক্তি পেলেও হানিবাল গাদ্দাফি পরবর্তী দুই মাসের জন্য লেবানন ত্যাগ করতে পারবেন না। আদালত সেশন শেষে তাকে আবার পুলিশ সদর দপ্তরের সেলে ফেরত নেওয়া হয়।

গাদ্দাফির আইনজীবী শারবেল মিলাদ আল-খুরি জানিয়েছেন, তার মক্কেল এই বিশাল অঙ্কের জামিন পরিশোধ করতে সক্ষম নন এবং কোনো ব্যাংক অ্যাকাউন্টেও তার প্রবেশাধিকার নেই। তিনি বলেন, “হানিবাল ১০ বছর ধরে আটক রয়েছেন, ১১ মিলিয়ন ডলারে মুক্তি দেওয়া বাস্তবসম্মত নয়।”
আইনজীবীরা সোমবার আদালতে আপিল দায়ের করবের এবং জামিনের অর্থের শর্ত বাতিলের আবেদন করবে।

২০১৫ সালে লেবাননের মিলিশিয়ারা হানিবাল গাদ্দাফিকে সিরিয়া থেকে অপহরণ করে বালবেক শহরে নিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং সেই থেকে তিনি বৈরুতের কারাগারে বন্দি রয়েছেন।

তার বিরুদ্ধে অভিযোগ, ১৯৭৮ সালে লেবাননের শিয়া ধর্মীয় নেতা মুসা আল-সাদরের নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি কোনো তথ্য গোপন করেছেন কিনা তা জানতে তাকে বহুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আল-সাদর লেবাননের গৃহযুদ্ধের সময়কার অন্যতম প্রভাবশালী শিয়া নেতা ছিলেন এবং তার নিখোঁজ হওয়া লিবিয়া-লেবানন সম্পর্কের বড় এক বিতর্কিত অধ্যায়। গাদ্দাফি শুক্রবারও তদন্তে জানিয়েছেন, “আমি জানি না, আমি মনে করতে পারছি না।”

হানিবাল গাদ্দাফি ছিলেন মুয়াম্মার গাদ্দাফির আট সন্তানের একজন। ২০১১ সালে বিদ্রোহীদের হাতে তার পিতা নিহত হন এবং ৪০ বছরের শাসনের অবসান ঘটে। তখন হানিবাল আলজেরিয়া হয়ে সিরিয়ায় পালিয়ে যান, যেখানে তিনি আশ্রয় পান এবং পরে অপহৃত হন।

গাদ্দাফি পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে মোয়াতাসিম, সাইফ আল-আরব ও খামিস নিহত হয়েছেন। সাইফ আল-ইসলাম বর্তমানে লিবিয়ায় রয়েছেন, অন্যদিকে মেয়ে আইশা ও ছেলে মোহাম্মদ ওমানের রাজধানী মাসকাটে বসবাস করেন।

লেবাননে বিচারবহির্ভূতভাবে এক দশক ধরে আটক থাকা হানিবাল গাদ্দাফির পক্ষে তার আইনজীবী দল জেনেভায় লেবানন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আগামী মাসে সুইজারল্যান্ডে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে।

এই দীর্ঘমেয়াদি আটকাবস্থাকে মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তার আইনজীবীরা, যারা বলছেন— “এটি আইনের শাসনের পরিপন্থী এবং একজন অসুস্থ বন্দির প্রতি অমানবিক আচরণ।”সূত্র : খালিজ টাইমস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন