শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত থামানো আমার জন্য খুব সহজ

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৩:৫৫, ১৮ অক্টোবর ২০২৫

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত থামানো আমার জন্য খুব সহজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গত আট মাসে বিশ্বের আটটি বড় সংঘাত থামিয়েছেন, যার মধ্যে পাকিস্তান-ভারত ও গাজা যুদ্ধও রয়েছে। তিনি দাবি করেছেন, পাকিস্তান ও আফগানিস্তানের চলমান সংঘাতও ‘তার জন্য খুব সহজ একটি বিষয়’ সমাধান করা।

শুক্রবার (১৭ অক্টোবর) ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমি শুনেছি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে লড়াই চলছে। এটা চাইলে আমি খুব সহজে থামাতে পারি। কিন্তু আমার কাজ যুক্তরাষ্ট্র চালানো—যদিও যুদ্ধ থামানো আমার সবচেয়ে পছন্দের কাজ।”

ট্রাম্প বলেন, “এই সব যুদ্ধের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না। তবু আমি হস্তক্ষেপ করে কোটি কোটি প্রাণ বাঁচিয়েছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, আমার মধ্যস্থতায় লক্ষ লক্ষ প্রাণ রক্ষা পেয়েছে। ভাবুন তো, পাকিস্তান আর ভারত—দুইটি পরমাণু শক্তিধর দেশ—তাদের মধ্যে যুদ্ধ হলে কত ভয়াবহ হতো!”

তিনি আরও বলেন, “আমি আটটি সংঘাত সমাধান করেছি, মধ্যপ্রাচ্যসহ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও বলেছেন—আর্মেনিয়া, থাইল্যান্ড, রুয়ান্ডা, কঙ্গো—এসব জায়গার যুদ্ধ বন্ধ হয়েছে। সবচেয়ে বিস্ময়কর ছিল গাজার শান্তি, যা আমরা অর্জন করেছি।”

নিজেকে “যুদ্ধের সমাধানকারী” আখ্যা দিয়ে ট্রাম্প আবারও আক্ষেপ প্রকাশ করেন যে, তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি। তিনি বলেন, “প্রতিবার আমি একটি যুদ্ধ থামাই, তারা বলে—‘পরেরটা থামালে নোবেল পাবেন’। কিন্তু কখনও পাইনি। একজন ভালো মহিলা সেটা পেয়েছেন, আমি জানি না তিনি কে, তবে তিনি নিশ্চয়ই খুব উদার।”

এর আগে মিশরের শারম আল শেখে গাজা শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পকে “মানবতার প্রকৃত শান্তিদূত” বলে অভিহিত করেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শুধু দক্ষিণ এশিয়ায় কোটি প্রাণ রক্ষা করেননি, বরং মধ্যপ্রাচ্যে শান্তি এনে দিয়েছেন। তিনি এমন এক নেতা, যাঁর কারণে বিশ্ব আবারও শান্তি ও সমৃদ্ধির পথে ফিরছে।”

শেহবাজ আরও যোগ করেন, “যদি ট্রাম্প না থাকতেন, দুইটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারত। ইতিহাস তাকে সোনার অক্ষরে স্মরণ করবে—যিনি সাত নয়, আজ আটটি যুদ্ধ থামিয়েছেন।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন