শুল্ক সংঘাতে নতুন মোড়
ট্রাম্প- জিনপিং বৈঠকের সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫৮, ১৮ অক্টোবর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে চীন। শুল্কসংঘাত এড়াতে দ্রুতই ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছে বেইজিং। শনিবার (১৮ অক্টোবর) চীনের সরকারি সংবাদ সংস্থা শিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বাণিজ্যচুক্তি নিয়ে গঠনমূলক আলোচনার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।
এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি কিছুটা নরম করে বলেন, তিনি শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান। এর ২৪ ঘণ্টার মধ্যেই বেইজিং জানায়, “বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হবে—এমনই প্রত্যাশা করছে চীন।”
চীনের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেবেন উপপ্রধানমন্ত্রী হি লিফেং, যিনি মার্কিন বাণিজ্যসচিব স্কট বেসেন্ট-এর সঙ্গে ভিডিও কলে কথা বলেন। উভয় পক্ষের আলোচনার পরপরই শিনহুয়া জানায়, “দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য উভয় দেশই বাস্তবসম্মত সমাধান চায়।”
উল্লেখ্য, চলতি মাসের ১০ অক্টোবর ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছিল যে, ১ নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ বাড়তি শুল্ক কার্যকর হবে। চীন বিরল মৃত্তিকা রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করলে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের ঘোষণা দেয়। তবে চীনের পক্ষ থেকে এটিকে ‘আমেরিকার দ্বিচারিতা’ বলে প্রতিক্রিয়া জানানো হয়েছিল।
পরিস্থিতি পাল্টায় গত ১৩ অক্টোবর, যখন ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, “চীনের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। শি জিনপিং একজন সম্মানিত নেতা—তিনি যেমন চীনকে ক্ষতিগ্রস্ত দেখতে চান না, আমিও তা চাই না।”
শুক্রবার আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, “আগামী দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করব। আশা করছি, দীর্ঘস্থায়ী সমাধান পাওয়া যাবে।” তিনি আরও যোগ করেন, “আমি শুল্ক চাপাতে চাইনি; কিন্তু চীনের পদক্ষেপ আমাকে তা করতে বাধ্য করেছে।”