শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

হিন্দু জ্যোতিষীর পরামর্শেই মুসলিম নাম এ আর রহমান!

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ১৫:১৬, ১৮ অক্টোবর ২০২৫

হিন্দু জ্যোতিষীর পরামর্শেই মুসলিম নাম এ আর রহমান!

বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ও অস্কারজয়ী শিল্পী এ আর রহমান একবার প্রকাশ করেছিলেন, তার মুসলিম নাম ‘আল্লাহরাখা রহমান’ আসলে একজন হিন্দু জ্যোতিষীর পরামর্শেই রাখা হয়। নসির মুন্নি কবিরের লেখা জীবনীগ্রন্থ “এ আর রহমান: দ্য স্পিরিট অব মিউজিক”–এ (২০১৫) রহমান নিজেই জানান এই চমকপ্রদ তথ্য।
রহমানের জন্মনাম ছিল এ এস দিলীপকুমার। পিতার অকালমৃত্যুর পর থেকেই তিনি ও তার মা আধ্যাত্মিকতার পথে আকৃষ্ট হন।

রহমান বলেন,“আমার মা ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু। আমাদের বাড়ির দেয়ালে যেমন হিন্দু দেবদেবীর ছবি ছিল, তেমনই ছিল মাদার মেরি ও শিশু যিশুর ছবি, আবার মক্কা-মদিনার ছবিও।”
তিনি জানান, তাদের সঙ্গীতনির্ভর পরিবারে ধর্মান্তর নিয়ে কখনও কোনও চাপ ছিল না।

এ আর রহমান বলেন, “সুফিবাদের পথে কেউ জোর করে আসে না। এটা হৃদয়ের ডাক। এক বছর কাদরি সাহেবের সঙ্গে দেখা হওয়ার পর ১৯৮৭ সালে আমরা নতুন ঠিকানায় চলে আসি। তখনই উপলব্ধি করি—একটি পথ বেছে নেওয়াই শ্রেয়। সেই পথ আমাদের আধ্যাত্মিকভাবে উঁচুতে তুলেছিল।’

ধর্মান্তর প্রসঙ্গে তিনি আরও বলেন,“আমার মা ও আমি মনে করেছি সুফি ইসলামই আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত পথ। কেউ এতে আপত্তি করেনি। আমরা সংগীতশিল্পী ছিলাম, সেটি আমাদের সামাজিকভাবে আরও মুক্ত রেখেছিল।”

সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো তার নাম পরিবর্তনের পেছনের গল্প। রহমান জানান,“একদিন আমরা এক হিন্দু জ্যোতিষীর কাছে গিয়েছিলাম আমার ছোট বোনের জন্মছক দেখাতে। ঠিক সেই সময় আমি নাম পরিবর্তনের চিন্তা করছিলাম। তখন ওই জ্যোতিষী বললেন—‘আবদুল রহমান’ বা ‘আবদুল রহিম’ নাম তোমার জন্য ভালো হবে। আমি সঙ্গে সঙ্গে ‘রহমান’ নামটির প্রেমে পড়ে যাই। অর্থাৎ, একজন হিন্দু জ্যোতিষীই আমাকে আমার মুসলিম নামটি দিয়েছিলেন।”

আজকের বিশ্বসঙ্গীতে রহমান এক অনন্য নাম—যিনি নিজের জীবনের আধ্যাত্মিক যাত্রা ও সুরের মিশ্রণ ঘটিয়ে তৈরি করেছেন এক অনন্ত সুরলোক। সূত্র : এনিডিটিভি

আরও পড়ুন