গোপনে বাগ্দান সেরেছেন রাশ্মিকা-বিজয়!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:০১, ১৮ অক্টোবর ২০২৫

ভারতের দক্ষিণী তারকা রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে গুঞ্জন বহুদিনের। তবে এবার যেন গুঞ্জন পেয়ে গেল বাস্তবের ছোঁয়া—শোনা যাচ্ছে, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একান্ত পারিবারিক অনুষ্ঠানে বাগ্দান সেরে ফেলেছেন এই জনপ্রিয় জুটি।
সম্প্রতি রাশ্মিকার হাতে হিরের আংটি দেখা যায়। সেখান থেকেই জল্পনার আগুনে ঘি পড়ে। সামাজিক মাধ্যমে শুরু হয় শুভেচ্ছার বন্যা। যদিও এত দিন নীরবই ছিলেন রাশ্মিকা ও বিজয় দু’জনেই। অবশেষে মুখ খুললেন ‘শ্রীভল্লী’ খ্যাত রাশ্মিকা।
এক সাক্ষাৎকারে সঞ্চালক শুভেচ্ছা জানাতে গিয়ে মুচকি হেসে বলেন, “আপনাকে তো আরও একটা বিষয়ে শুভেচ্ছা জানানো উচিত!” প্রথমে খানিক থতমত খেলেও পরে হেসে রাশ্মিকা বলেন,“অনেক কিছুই আছে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য! সব কিছুর জন্যই আপনার শুভেচ্ছা গ্রহণ করলাম।”
তার এই কূটনৈতিক উত্তরে ভক্তদের মনে দোলা লেগেছে। অনেকেই বলছেন—অস্বীকার না করাটাই স্বীকারোক্তি!
২০১৮ সালে তাদের পরিচয়, তারপর থেকে প্রেমের গুঞ্জন থামেনি। একসঙ্গে সিনেমায় কাজ করার সময় থেকেই রসায়ন জমে উঠেছিল। এখন শোনা যাচ্ছে, দুই পরিবারের উপস্থিতিতেই গোপনে আংটিবদল সম্পন্ন হয়েছে। বিয়ের সম্ভাব্য তারিখ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে।
কেন এত গোপনীয়তা? ঘনিষ্ঠ সূত্রের দাবি—বিয়ের আগে নিজেদের আরও সময় দিতে চাচ্ছেন বিজয়-রাশ্মিকা। প্রকাশ্যে কিছু না জানিয়ে ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তটিকে রাখছেন পুরোপুরি নিজেদের হাতে।
ভক্তরা অবশ্য ইতিমধ্যেই তাদের ভবিষ্যৎ ‘পাওয়ার কাপল’ আখ্যা দিয়ে ফেলেছেন।