বিদেশ সফর বাতিল
স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দেবেন না শিল্পা শেঠি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:৫২, ১৭ অক্টোবর ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার জীবনে আইনি ঝামেলা যেন থামছেই না। একের পর এক মামলার জটিলতায় জড়িয়ে পড়েছেন এই তারকা দম্পতি। সর্বশেষ ৬০ কোটি রুপি প্রতারণার মামলায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
গত আগস্টে মুম্বাইয়ের এক ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগে মামলা করেন। এরপর সেপ্টেম্বর মাসে মুম্বাই পুলিশ দম্পতির বিরুদ্ধে ‘লুক আউট নোটিশ’ জারি করে। ফলে আদালতের অনুমতি ছাড়া তারা ভারতের বাইরে যেতে পারবেন না।
সম্প্রতি মুম্বাই হাইকোর্টের এক শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়— আগে ৬০ কোটি রুপি জমা দিন, তারপর বিদেশে যেতে পারবেন। আদালতের এমন নির্দেশনার পর শিল্পা ও রাজের বিদেশ সফর স্থগিত হয়ে যায়।
তবে আদালতের সাম্প্রতিক শুনানিতে শিল্পা শেঠি নিজেই জানিয়েছেন, তিনি বিদেশ সফর বাতিল করেছেন এবং স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দেবেন না। অভিনেত্রীর আইনজীবী আদালতকে জানান, শিল্পা আপাতত দেশে থেকে মামলার আইনি প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা করবেন।
এর আগে শিল্পা আদালতে দাবি করেছিলেন, রাজ কুন্দ্রার কোম্পানির সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক নেই—তিনি কেবল নামমাত্র পরিচালক ছিলেন। তখন আদালত শর্ত দিয়েছিল, যদি বিদেশ সফর করতে চান তবে স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে এবং রাজ কুন্দ্রার স্বাক্ষরসহ একটি লিখিত হলফনামা ১৬ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।
কিন্তু শেষ পর্যন্ত সেই সাক্ষ্য না দিয়েই বিদেশ সফর স্থগিত করে শিল্পা শেঠি জানিয়ে দেন, ‘পরিবারের পাশে থাকতে চাই, দেশের বাইরে যাচ্ছি না।’
এই সিদ্ধান্তে বলিউড মহলে চলছে নানান আলোচনা—আইনজটের এই পর্বে স্বামী রাজ কুন্দ্রাকে পাশে রেখে কেমন কাটবে শিল্পা শেঠির পরবর্তী দিনগুলো, সেটিই এখন দেখার বিষয়।