শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

টমাহক মিসাইল চেয়েছেন জেলেনস্কি , ট্রাম্পের না

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৪৪, ১৮ অক্টোবর ২০২৫

টমাহক মিসাইল চেয়েছেন জেলেনস্কি , ট্রাম্পের না

হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি , ছবি: বিবিসি

হোয়াইট হাউজ থেকে খালি হাতে ফিরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি দুরপাল্লার ক্ষেপনাস্ত্র টমাহক চেয়েছিলেন। বৈঠক শেষে জেলেনস্কি জানিয়েছেন, তারা দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ‘টমাহক’ নিয়ে আলোচনা করেছেন, তবে আপাতত যুক্তরাষ্ট্র এ বিষয়ে প্রকাশ্য ঘোষণা দিতে রাজি নয়। ট্রাম্প বলেছেন, “এতে উত্তেজনা আরও বাড়বে। কিন্তু আমরা আলোচনা চালিয়ে যাব।”

হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে জেলেনস্কি টমাহক ক্ষেপণাস্ত্র পেতে চেয়েছিলেন, যা রাশিয়ার জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যবহৃত হতে পারে। জেলেনস্ক ট্রাম্পকে বলেছেন, এসব স্থাপনা ধ্বংস করতে পারলে পুতিনের যুদ্ধ অর্থনীতি দুর্বল হয়ে পড়বে।

তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, “আশা করি এগুলোর দরকার পড়বে না। আমরা চাই যুদ্ধ শেষ হোক, অস্ত্র বাড়িয়ে নয়।”
তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রেরও নিজস্ব অস্ত্র মজুতের প্রয়োজন রয়েছে।

এই বৈঠকের মাত্র এক দিন আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। দুই নেতা শিগগিরই হাঙ্গেরিতে মুখোমুখি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “টমাহক প্রসঙ্গ রাশিয়ার আলোচনার আগ্রহ বাড়িয়েছে। হুমকিটাই অনেক সময় বাস্তব অস্ত্রের চেয়ে বেশি কার্যকর।”
বৈঠকের পর সাংবাদিকরা যখন জানতে চান, তিনি কি এখন আরও আশাবাদী যে ইউক্রেন টমাহক পাবে, জেলেনস্কি জবাব দেন, “আমি বাস্তববাদী।”

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা শেষে তিনি ইউরোপীয় নেতাদের ফোনে বৈঠকের বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, “এখন আমাদের মূল লক্ষ্য হলো যত বেশি প্রাণ রক্ষা করা, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইউরোপকে শক্তিশালী রাখা।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে জেলেনস্কির ফোনালাপ “গঠনমূলক” ছিল। তিনি প্রতিশ্রুতি দেন, যুক্তরাজ্য মানবিক সহায়তা ও সামরিক সহযোগিতা অব্যাহত রাখবে।

রাশিয়ার পক্ষে পুতিন ইতিমধ্যে সতর্ক করেছেন, টমাহক বিক্রি বা সরবরাহের সিদ্ধান্ত হলে তা মস্কো–ওয়াশিংটনের সম্পর্ককে আরও টানাপোড়েনে ফেলবে। তবে ট্রাম্প বলেন, “আমরা তিনজনেরই দেখা করতে হবে—কিন্তু হয়তো আলাদাভাবে।”

কিয়েভের এক শহরতলিতে ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত দোকান সংস্কার করতে থাকা এক দম্পতির সঙ্গে কথা বলেছে বিবিসি। দোকানমালিক ভলোদিমির বলেন, “আমরা শুধু শান্তিতে বাঁচতে চাই। সত্য ও গণতন্ত্র জিতবে, সব সন্ত্রাস মুছে যাবে।”
এই কথাগুলোই যেন ইউক্রেনের যুদ্ধক্লান্ত জনগণের মর্মবেদনা তুলে ধরে।

টমাহক (ইংরেজি: Tomahawk) সবধরনের আবহাওয়ায় ব্যবহার উপযোগী দূরপাল্লার সাবসনিক গতিসম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র বা মিসাইল। মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল ডাইন্যামিক্স কর্পোরেশন ১৯৭০ সালে এটি প্রথম নির্মাণ করে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন