শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

শিক্ষকদের ন্যায্য দাবিতে নীতিগতভাবে একমত বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:১৩, ১৮ অক্টোবর ২০২৫

শিক্ষকদের ন্যায্য দাবিতে নীতিগতভাবে একমত বিএনপি: মির্জা ফখরুল

দেশের শিক্ষকদের আন্দোলনকে ‘ন্যায্য ও সময়োপযোগী’ হিসেবে আখ্যায়িত করে বিএনপি জানিয়েছে, দলটি শিক্ষকদের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের এই অবস্থান তুলে ধরেন।

বিবৃতিতে তিনি বলেন,“একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত। সর্বস্তরের শিক্ষকদের জন্য আমাদের অগ্রাধিকার হলো—

যুক্তিসঙ্গত আর্থিক সুবিধার নিশ্চয়তাসহ চাকরির নিরাপত্তা,শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা।”
ফখরুল আরও বলেন, শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্রীয় উন্নয়ন কখনোই টেকসই হবে না। “রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে যত উদ্যোগই নেওয়া হোক না কেন, শিক্ষা খাতকে শক্তিশালী না করলে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব নয়,” যোগ করেন তিনি।

বিবৃতিতে বিএনপি মহাসচিব জানান, জনগণের ভোটে দলটি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের জন্য আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তবে শিক্ষকদের আন্দোলনকে ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির যেকোনো অপচেষ্টা সম্পর্কে কড়া হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা যদি পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করে আসন্ন নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়, বিএনপি কোনো নমনীয়তা দেখাবে না।”

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে শিক্ষক সংগঠনগুলো তা প্রত্যাখ্যান করে তিন দফা দাবিতে আন্দোলন শুরু করে।

১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের পর আন্দোলন আরও তীব্র হয়। এরপর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

শনিবার দুপুরে শহীদ মিনার থেকে তারা কালো পতাকা মিছিল বের করেন, যেখানে ‘ন্যায্য দাবি মানতে হবে’, ‘শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে’ ইত্যাদি স্লোগান উচ্চারিত হয়।

বিএনপির এই বিবৃতি শিক্ষকদের আন্দোলনের পক্ষে রাজনৈতিক সমর্থনের নতুন মাত্রা যোগ করেছে, যা আসন্ন নির্বাচনের আগে শিক্ষা খাতের ইস্যুকে আরও প্রভাবশালী করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন