শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

রশিদ খান এক্স বায়ো থেকে মুছলেন লাহোর কালান্দার্স নাম 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:৪৭, ১৮ অক্টোবর ২০২৫

রশিদ খান এক্স বায়ো থেকে মুছলেন লাহোর কালান্দার্স নাম 

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিন ক্রিকেটারসহ আট জনের মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। মানবিকতার এই বিপর্যয়ে তিনি শুধু সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তাই নয়, নিজের এক্স (X) অ্যাকাউন্টের বায়ো থেকেও মুছে ফেলেছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের নাম।

রশিদ খান আইপিএলসহ বিশ্বের বিভিন্ন টি–টোয়েন্টি লিগে খেলে থাকেন। তবে লাহোর কালান্দার্সের সঙ্গে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। কিন্তু পাক হামলার পর এই দলের নাম সরিয়ে দিয়ে তিনি যেন এক নীরব বার্তা দিলেন— মানবিকতার চেয়ে বড় কোনো লিগ বা চুক্তি নয়।

এর আগে এক্সে (সাবেক টুইটার) রশিদ লিখেছিলেন,“পাকিস্তানের হামলায় আফগানিস্তানের অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। নারী, শিশু এবং তরুণ ক্রিকেটারদের প্রাণহানি আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এমন হামলা বর্বরোচিত, অনৈতিক এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এই নৃশংসতা কখনোই উপেক্ষা করা উচিত নয়।”

রশিদ আরও বলেন, “দেশের মর্যাদা সবচেয়ে আগে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে (ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানো) সমর্থন জানাই। আমরা আমাদের মানুষের পাশে আছি।”

জানা গেছে, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের জেরে বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও শুক্রবার রাতেই পাকিস্তানের বিমানবাহিনী নতুন করে হামলা চালায় পাকতিকা প্রদেশে। এতে তিন জন তরুণ ক্রিকেটারসহ মোট আট জন প্রাণ হারান।

আরও পড়ুন