শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার, সিরিজ প্রত্যাহার

সমাজকাল ডেস্ক

প্রকাশ: ০৭:৪৫, ১৮ অক্টোবর ২০২৫

পাকিস্তানের হামলায় নিহত ৩ আফগান ক্রিকেটার, সিরিজ প্রত্যাহার

শুক্রবার (১৭ অক্টোবর) পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন স্থানীয় ক্রিকেটারও। এই হামলার প্রতিবাদে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

একজন তালেবান কর্মকর্তা সংবাদমাধ্যম এএফপিকে জানান, ‘পাকিস্তান যুদ্ধবিরতি ভেঙে তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, আফগানিস্তান প্রতিশোধ নেবে।’ 

পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, তারা নির্দিষ্ট লক্ষ্যে বিমান হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য ছিল আফগান সীমান্তের ভেতরে অবস্থানরত ‘গুল বাহাদুর গ্রুপ’ নামের সশস্ত্র দলকে টার্গেট করা। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, হামলার শিকার ছিলেন মানুষ ছিলেন, যারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় এক বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলে ফেরার পথে আক্রান্ত হন।

শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে এক্সে দেওয়া বিবৃতিতে আফগান ক্রিকেট বোর্ড (এবিসি) জানায়, নিহত তিন ক্রিকেটারের নাম কাবির, সিবঘাতুল্লাহ ও হারুন।

বিবৃতিতে বলা হয়, পাকতিকা প্রদেশের উরগুন জেলার এই ক্রিকেটাররা প্রাদেশিক রাজধানী শারানায় একটি ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিয়ে নিজ এলাকায় ফিরে যাচ্ছিলেন। ফেরার পর এক সমাবেশে তারা পাকিস্তানি বাহিনীর নৃশংস হামলার শিকার হন।

এসিবির ভাষায়, ‘এই হামলা আফগান ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা নিহত ক্রিকেটার ও সাধারণ মানুষের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই ঘটনায় শোক প্রকাশ করছি।’

বোর্ড আরও জানায়, নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জাতির শোকের মুহূর্তে সংহতি প্রকাশের অংশ হিসেবে আফগানিস্তান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করছে। আগামী নভেম্বরের শেষ সপ্তাহে পাকিস্তানে আয়োজিত এই সিরিজে আফগানিস্তানের পাশাপাশি অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান ও শ্রীলঙ্কার।

উল্লেখ্য, ১৫ অক্টোবর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে এই হামলায় উত্তেজনা ফের বাড়ল। উভয় দেশের প্রতিনিধি দল আলোচনার জন্য কাতারে পৌঁছানোর কথা থাকলেও, সর্বশেষ হামলার পর সেই বৈঠক অনিশ্চিত হয়ে পড়েছে।

আরও পড়ুন