টি–টোয়েন্টি বিশ্বকাপ
শেষ দল হিসেবে জায়গা পেল সংযুক্ত আরব আমিরাত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯:৫৮, ১৭ অক্টোবর ২০২৫

টি–টোয়েন্টি বিশ্বকাপের শেষ টিকিট পেল সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার বাছাইপর্বের ফাইনালে তারা জাপানকে আট উইকেটে হারিয়ে জায়গা নিশ্চিত করে নেয় ২০২৬ সালের মূল পর্বে। এই জয়ের মাধ্যমে ২০ দলের বিশ্বকাপে শেষ দল হিসেবে নাম লেখাল আমিরাত।
হায়দার আলির দুর্দান্ত বোলিং (৩ উইকেট ২০ রানে) এবং আলিশান শরাফু ও মোহাম্মদ ওয়াসিমের ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করে জাপানের দেওয়া ১১৭ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে আমিরাত। ওপেনিং জুটিতে আলিশান ও ওয়াসিম তুলে আনেন ৭০ রান, যা জয়ের ভিত গড়ে দেয় তাদের।
আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল ২০২৪ সালের আসরের শীর্ষ সাত দল—দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া র্যাঙ্কিং কোটায় যোগ দিয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
বাছাইপর্ব থেকে এসেছে কানাডা (আমেরিকা অঞ্চল), ইতালি ও নেদারল্যান্ডস (ইউরোপ অঞ্চল), নামিবিয়া ও জিম্বাবুয়ে (আফ্রিকা অঞ্চল), এবং সর্বশেষ এশিয়া–ইএএপি থেকে আমিরাত, নেপাল ও ওমান।
২০২৬ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলংকা যৌথভাবে আয়োজন করবে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ। আগের মতোই ২০ দলের ফরম্যাটে হবে টুর্নামেন্ট—চারটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইটে, এরপর সেমিফাইনাল ও ফাইনাল নির্ধারণ করবে নতুন বিশ্বচ্যাম্পিয়নকে।
এক নজরে টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল
স্বয়ংক্রিয়ভাবে কোয়ালিফাই করা দলসমূহ:
১. দক্ষিণ আফ্রিকা
২. আফগানিস্তান
৩. ইংল্যান্ড
৪. অস্ট্রেলিয়া
৫. বাংলাদেশ
৬. যুক্তরাষ্ট্র
৭. ওয়েস্ট ইন্ডিজ
র্যাঙ্কিং কোটায়:
৮. নিউজিল্যান্ড
৯. পাকিস্তান
১০. আয়ারল্যান্ড
বাছাইপর্ব থেকে:
১১. কানাডা
১২. ইতালি
১৩. নেদারল্যান্ডস
১৪. নামিবিয়া
১৫. জিম্বাবুয়ে
১৬. আমিরাত
১৭. নেপাল
১৮. ওমান