শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

অভিনয়ে নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল

বিনোদন প্রতিবেদক 

প্রকাশ: ২১:৪৫, ১৭ অক্টোবর ২০২৫

অভিনয়ে নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল

আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ এবার নাম লেখালেন অভিনয়ে। ‘টানাপোড়ন’ নামের একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হচ্ছে তার।

নাটকটি পরিচালনা করেছেন বাপ্পি খান। এতে ভালোবাসা, পারিবারিক টানাপোড়ন এবং জীবনের হাসি-কান্নার গল্প তুলে ধরা হয়েছে।

সালসাবিল গণমাধ্যমে বলেন, ‘টানাপোড়ন’ একটি ধারাবাহিক নাটক। এই নাটকের মাধ্যমে আমার অভিনয়যাত্রা শুরু হচ্ছে। দর্শক আমাকে নতুনভাবে দেখবেন বলে বিশ্বাস করি।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সালসাবিল তার অফিসিয়াল ফেসবুক পেজে নাটকের একটি পোস্টার প্রকাশ করেছেন, যেখানে তাকে কিছুটা বিমর্ষ ভঙ্গিতে দেখা গেছে। এরইমধ্যে নাটকের শুটিংও শুরু হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যের ঘরে শুভকামনা জানিয়েছেন এবং নতুন যাত্রায় সাফল্য কামনা করেছেন সালসাবিলের জন্য।

উল্লেখ্য, গায়ক নোবেলের সঙ্গে সম্পর্কের কারণে সালসাবিল অতীতে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছেন। তবে এবার অতীতের বিতর্ক পেছনে ফেলে নিজের সৃজনশীলতা ও প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করতে চান তিনি।
 

আরও পড়ুন