শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

রেড কার্পেটে ফের একসঙ্গে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ১২:২৮, ১৮ অক্টোবর ২০২৫

রেড কার্পেটে ফের একসঙ্গে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক

নিউইয়র্কের দ্য শেড থিয়েটারে সোমবার রাতে “কিস অব দ্য স্পাইডার ওম্যান” চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে হাজির হলেন জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। দুই প্রাক্তন দম্পতি লাল গালিচায় হাত ধরে হাসিমুখে পোজ দিলেন—দর্শক ও সংবাদমাধ্যমের কাছে যেন এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদাহরণ।

তবে ভক্তরা যেন খুব বেশি আশাবাদী না হন ‘বেনিফার ৩.০’-এর সম্ভাবনা নিয়ে।

জেনিফার লোপেজ এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, আর বেন অ্যাফ্লেক রয়েছেন নির্বাহী প্রযোজক হিসেবে। ছবির প্রিমিয়ারে তাদের একসঙ্গে দেখা দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

‘অ্যাকসেস হলিউড’-এর সাক্ষাৎকার চলাকালে অ্যাফ্লেককে দেখা যায় প্রাক্তন স্ত্রী লোপেজের দৃষ্টি আকর্ষণ করতে। লোপেজ তখন হাসতে হাসতে বলেন, “তুমি এখানে?” এরপর তারা একসঙ্গে ছবি তোলেন।

অ্যাফ্লেক পরে ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে বলেন, “এখানে না এসে পারতাম না। এই গল্পটা দারুণ, আর জেনিফারের জন্য এই চরিত্রটা বরাবরই স্বপ্নের মতো ছিল। সে অসাধারণ অভিনয় করেছে।”

‘কিস অব দ্য স্পাইডার ওম্যান” একটি বিখ্যাত মিউজিক্যাল আধুনিক রূপ। গল্পে দেখা যায় রাজনৈতিক বন্দি ভ্যালেন্টিন ও আরেকজন মোলিনাকে, যারা একই সেলে বন্দি অবস্থায় একে অপরের সঙ্গেই মানসিক বন্ধন গড়ে তোলে। লোপেজ অভিনয় করেছেন তিনটি ভূমিকায়—ইনগ্রিড লুনা, অরোরা ও স্পাইডার ওম্যান।

লোপেজ ও অ্যাফ্লেক ২০২২ সালে (দুবার) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু ২০২৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। দু’জনের প্রেমের শুরু ২০০০ দশকের গোড়ায়, “গিগলি” সিনেমার শুটিং থেকেই। ২০০৩ সালে বাগদান ভেঙে গেলেও ২০২১ সালে আবার মিলিত হন তারা।

বিচ্ছেদের পরেও অ্যাফ্লেককে একাধিকবার প্রাক্তন স্ত্রীর পাশে দেখা গেছে। ২০২৪ সালের নভেম্বরে “আনস্টপেবল” চলচ্চিত্রে লোপেজের অভিনয় নিয়ে তিনি প্রকাশ্যে প্রশংসা করেন।

তবে লোপেজ এখন ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলতে চান না। সোমবার “টুডে” অনুষ্ঠানে ক্রেইগ মেলভিন যখন তাদের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ তোলেন, লোপেজ হেসে বলেন, “এই দেখুন, কী সুন্দর প্রশ্ন!”

তবু তিনি অ্যাফ্লেকের অবদানের কথা অকপটে স্বীকার করেছেন—“বেন না থাকলে ছবিটা বানানোই যেত না। ওর কৃতিত্ব আমি সবসময় দেব।”
বিচ্ছেদ নিয়ে লোপেজের সংক্ষিপ্ত মন্তব্য, “জীবনে অনেক কিছু ঘটে। থেমে থাকলে চলে না, এগিয়ে যেতে হয়।”

আরও পড়ুন