আয়ুষ্মান খুরানা-সারা আলি খানের কমেডি ড্রামা আসছে মার্চে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:০৪, ১৮ অক্টোবর ২০২৫

বলিউডে ফিরছে ‘পতি, পত্নী অউর ওহ’-এর হাস্যরস ও সম্পর্কের জটিলতা। আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত সিক্যুয়েল ‘পতি, পত্নী অউর ওহ ২’ মুক্তি পাচ্ছে আগামী ৪ মার্চ ২০২৬-এ। ছবিটি পরিচালনা করেছেন মুদাস্সর আজিজ, প্রযোজনা করেছেন ভূষণ কুমার ও রেনু রবি চোপড়া, এবং ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আছেন জুনো চোপড়া।
নির্মাতাদের প্রকাশিত পোস্টারে লেখা ছিল,“হর পতি কি হোতি হ্যায়, আপনি এক আফলাতুন দুনিয়া… জো উনকো ভালে হি সাতাতি হো, মগর হাম সবকি বধা হাসাতি হ্যায়!”
ছবির কেন্দ্রীয় চরিত্র ‘প্রজাপতি পাণ্ডে’-র ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মানকে। তার সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান, রাকুল প্রীত সিং ও ওয়ামিকা গাব্বি।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পতি, পত্নী অউর ওহ’-এর পর এটি মূল গল্পের সিক্যুয়েল। প্রথম ছবিতে কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর ও অনন্যা পান্ডে অভিনয় করেছিলেন। এবার গল্প ঘুরছে আধুনিক সম্পর্ক, ভুল বোঝাবুঝি এবং দাম্পত্য জীবনের মজার টানাপোড়েন ঘিরে।
ছবির শুটিং চলাকালে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। শুটিং ইউনিটের এক সদস্যকে স্থানীয় বাসিন্দারা মারধর করে—এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এক গাড়ির দৃশ্য ধারণের সময় ওই হামলা হয়। কেউ কেউ বলছেন, আক্রান্ত ব্যক্তি হয়তো ছবির পরিচালকও হতে পারেন। যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
অন্য এক ভাইরাল ভিডিওতে দেখা যায়, আয়ুষ্মান ও সারার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার দৃশ্য—যা আসলে ছবিরই একটি অংশ ছিল।
হোলির উৎসবের মৌসুমে মুক্তি পেতে যাচ্ছে ‘পতি, পত্নী অউর ওহ ২’। ভালোবাসা, ভুল বোঝাবুঝি আর হাসির সংমিশ্রণে ভরপুর এই কমেডি-ড্রামা দর্শকদের জন্য নিয়ে আসছে রঙিন এক অভিজ্ঞতা।