সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৩৭, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৩২, ১৮ অক্টোবর ২০২৫

জুলাই সনদ স্বাক্ষরের দিনে বিক্ষোভে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধাদের' নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সালাহউদ্দিন আহমদকে বক্তব্য প্রত্যাহার ও আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, "বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ গতকাল আহত জুলাই যোদ্ধাদের ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী’ বলে আখ্যা দিয়েছেন। এটি শুধু ভুল নয়, বরং গভীরভাবে অপমানজনক। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, "সালাহউদ্দিন সাহেব জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। তাই তিনি জানেন না কে রাজপথে লড়েছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। তিনি যদি ঘটনাগুলো জানতেন, তাহলে আহত ও শহীদদের ‘দোসর’ বলতেন না।”
এনসিপির আহ্বায়ক বলেন, “আতিকুল গাজী—যার হাত পুলিশের আঘাতে কাটা গেছে—তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, তখন এটি শুধু একটি ব্যক্তিকে নয়, সমগ্র জুলাই আন্দোলনের ইতিহাসকে অপমান করা হয়। শহীদ মীর মুগ্ধের পরিবার, ইয়ামিনের পরিবার—তারা সবাই জুলাই বিপ্লবের অংশ। তাদের ত্যাগের প্রতি অসম্মান আমরা মেনে নিতে পারি না।”
সংবাদ সম্মেলনের শুরুতে এনসিপি নেতারা জুলাই জাতীয় সনদে সই না করার কারণ ব্যাখ্যা করেন। নাহিদ ইসলাম বলেন, “আমরা জুলাই সনদের চেতনার সঙ্গে একমত হলেও সই প্রক্রিয়ায় যথেষ্ট আলোচনার সুযোগ দেওয়া হয়নি। তবে আমরা গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ার অংশ হয়েই থাকব।”
তিনি শেষে আহ্বান জানান—“সালাহউদ্দিন আহমদ যেন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে বসে তাদের গল্প শোনেন, ইতিহাস জানেন, এবং ভুল বুঝে থাকলে প্রকাশ্যে ক্ষমা চান।”
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কয়েক শ মানুষ অবস্থান নেন। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষেই বহু আহত হন।
এরপর শনিবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, "জুলাই যোদ্ধাদের নামে কিছু উচ্ছৃঙ্খল ছাত্র ঢুকেছিল, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী। আওয়ামী ফ্যাসিস্টরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে।”