রাজনৈতিক নেতাদের ভুলে ৫ মে’র গণঅভ্যুত্থান ব্যর্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১৮, ১৮ অক্টোবর ২০২৫

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ২০১৩ সালের ৫ মে হেফাজতের মহাসমাবেশ গণঅভ্যুত্থানে রূপ নিতে পারতো, কিন্তু রাজনৈতিক নেতাদের ভুল, অদূরদর্শিতা ও সমন্বয়ের অভাবে তা সফল হয়নি।
শনিবার রাজধানীর এক অনুষ্ঠানে নিহত শহীদ পরিবারের হাতে চেক বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হাসান। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।
অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মহিব্বুল্লাহ বাবুনগরী, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বক্তব্য রাখেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন,“২০১৩ সালে আলেম সমাজের নেতৃত্বে দেশজুড়ে গণজাগরণ হয়েছিল। লাখ লাখ মানুষ নিজস্ব খরচে ঢাকায় এসেছিল। সেদিন হাসিনার মসনদ কেঁপে উঠেছিল, কিন্তু রাজনৈতিক নেতাদের ভুল সিদ্ধান্ত আর সমন্বয়ের অভাবেই সেটি গণঅভ্যুত্থানে রূপ নেয়নি। নাহয় সেদিনই ইতিহাস অন্যভাবে লেখা হতো।”
তিনি আরও বলেন,“আজ অনেকে জুলাইয়ের ক্রেডিট নিতে ব্যস্ত, কিন্তু ২০১৩ সালের শাপলা চত্বরে তারা সক্রিয় ভূমিকা রেখেছিল। ক্র্যাকডাউনের পর সেই আন্দোলনকে কেউ আর নিজের কৃতিত্ব হিসেবে নিতে চায়নি।”
ঘটনাপরবর্তী সময়ের ভয়াবহ পরিস্থিতি স্মরণ করে এবি পার্টি চেয়ারম্যান বলেন, সেদিন বহু মিডিয়াকর্মী চাকরি হারান, অনেককে আত্মগোপনে যেতে হয়। দিগন্ত টেলিভিশনের কাছে গুরুত্বপূর্ণ ফুটেজ থাকার কারণে পুলিশ তাদের খুঁজে বেড়াতো। শহীদ পরিবারের সদস্যরাও পরিচয় গোপন রাখতেন, কারণ পুলিশ তাদের হুমকি দিত।
খুনীদের বিচারের দাবি জানিয়ে মঞ্জু বলেন,“বিচারের মূল শক্তি হলো সাক্ষ্য দেওয়া। আমাদের সন্তান-ভাইদের হত্যার বিচার নিশ্চিত করতে সবাইকে সাহসের সঙ্গে এগিয়ে এসে সাক্ষ্য দিতে হবে।”
অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের প্রত্যেকের হাতে ১০ লাখ টাকার করে চেক তুলে দেওয়া হয়।