ভাইরাল সালমান খানের বিরল পারিবারিক ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:৪০, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:১৯, ১৯ অক্টোবর ২০২৫

বলিউড সুপারস্টার সালমান খান তার দাতব্য ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর ১২ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১৮ অক্টোবর) ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন একাধিক ছবি ও ভিডিও। আর সেখানেই দেখা গেছে খান পরিবারের এক বিরল দৃশ্য—একই ফ্রেমে সালমানের বাবা সালিম খান, তার প্রথম স্ত্রী সালমা খান এবং বর্তমান স্ত্রী, কিংবদন্তি অভিনেত্রী হেলেন।
ছবিতে সালিম খানের সামনে বসে আছেন দুই স্ত্রী, আর পেছনে হাসিমুখে সালমান খান। ফ্রেমে ছিলেন তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খানও।
আরবাজের পাশে ছিলেন দ্বিতীয় স্ত্রী শুরা খান এবং তার ছেলে আরহান খান (প্রথম স্ত্রী মালাইকা অরোরার সন্তান)। সোহেলের ছেলে নির্বাণ খানও ছিলেন সবার সঙ্গে।
এছাড়া সালমানের দুই বোন আলভিরা খান আগোত্রী ও আরপিতা খান শর্মার পরিবারও অংশ নিয়েছে বিজ্ঞাপনটিতে। আলভিরার স্বামী, পরিচালক-প্রযোজক আতুল আগোত্রী এবং তাদের দুই সন্তান আলিজেহ ও আয়ান, আরপিতার স্বামী অভিনেতা আয়ুষ শর্মা—সবাই মিলে একসাথে হয়েছেন এই বিশেষ উপলক্ষে।
সালমান পোস্টে লেখেন,“১২ বছর আগে ‘বিইং হিউম্যান ক্লোদিং’ শুরু হয়েছিল একটি ছোট চিন্তা থেকে—ভালো কিছু করা, ফিরিয়ে দেওয়া এবং হাসি ছড়ানোর জন্য। আজ এটি শুধু একটি ব্র্যান্ড নয়, এটি একটি পরিবার। ধন্যবাদ সবাইকে, যারা এই যাত্রার অংশ হয়েছেন। থ্যাংক ইউ ফর বিইং হিউম্যান।”
একই দিন ‘জয় ফোরাম ২০২৫’-এ শাহরুখ খান ও আমির খানের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন সালমান খান।
আলোচনার এক পর্যায়ে সালমান বলেন,“আমি আর আমির দু’জনেই ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। কিন্তু শাহরুখ এসেছে দিল্লি থেকে, অনেক সংগ্রাম করে।”
জবাবে শাহরুখ খান হেসে বলেন,“সরি সালমান, একটু থামি। আমি-ও ফিল্ম ফ্যামিলি থেকেই এসেছি। সালমানের পরিবার আমার পরিবার, আমিরের পরিবারও আমার পরিবার। তাই আমি আজ তারকা।”
এই মজার সংলাপেই করতালিতে মুখর হয় পুরো সভাকক্ষ, তিন খান একসঙ্গে হাসেন—বলিউড ভক্তদের কাছে যা হয়ে উঠেছে এক আবেগময় মুহূর্ত।