রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৫৭, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২৩:১৭, ১৮ অক্টোবর ২০২৫

সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা 

দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান পরীক্ষা বিনামূল্যে করা যাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে।

সেখানে বলা হয়েছে, দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ এবং বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএস-ওয়ান পরীক্ষা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করার বিষয়ে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে।

এ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশন করা রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ পরীক্ষা বিনামূল্যে করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

এর আগে গত জুনে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তের এই পরীক্ষার জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুর অন্য তিন ধরনের পরীক্ষার জন্যও একই ফি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার এসব পরীক্ষা এখন থেকে বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

ফলে এখন থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দেশের যে কোন সরকারি হাসপাতালে চিকিৎসককের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করাতে পারবে মানুষ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন