লাইভ মিউজিক রেস্টুরেন্ট ‘আইসিসিএল গোরমে’
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ২৩:৩৯, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০২:০৮, ১৯ অক্টোবর ২০২৫

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গত ১১ অক্টোবর যাত্রা করেছে দেশের সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডের ‘আইসিসিএল গোরমে’। রাজধানীর মিরপুরে রেস্টুরেন্টটি ভোজনরসিকদের জন্য হতে যাচ্ছে মুখরোচক খাবার ও সুরের এক অনন্য মেলবন্ধন।
সঙ্গীতশিল্পীদের লাইভ পারফরম্যান্সের মধ্য দিয়ে ভোজনপ্রেমীরা উপভোগ করতে পারবেন বৈচিত্র্যময় খাবারের স্বাদ। একই সময়ে সুবিশাল ও অত্যাধুনিক স্ক্রিনে সঙ্গীত পরিবেশনার মধ্যেই উদ্বোধন করা হয় ‘মিষ্টিবেক’ নামক বিশেষ মিষ্টান্ন কর্নার।
আইসিসিএলের কর্মকর্তারা জানান, "অচিরেই এখানে চালু হবে ‘চাটওয়ালা’। যেখানে পাওয়া যাবে অথেনটিক ভারতীয় স্ট্রিট ফুড। পাশাপাশি শিশুদের জন্য থাকবে আলাদা কিডস জোন।"
আধুনিক প্রযুক্তির হেশেলে দেশি-বিদেশি দক্ষ শেফরা প্রতিদিন রান্না করছেন রকমারি খাবার। পরিচ্ছন্ন পরিবেশ, মানসম্মত সেবা, বিশাল পার্কিং ব্যবস্থা, দক্ষ কর্মীদলের অক্লান্ত পরিশ্রমে আইসিসিএল হয়ে উঠেছে রাজধানীবাসীর পছন্দের স্থানে।
আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লাহ্ জানান, "এখন শহরের সবচেয়ে বড় লাইভ মিউজিক রেস্টুরেন্ট হিসেবে ‘আইসিসিএল গোরমে’ যাত্রা শুরু করেছে। আমাদের লক্ষ্য সঙ্গীত, খাবার ও আধুনিক আয়োজনের মাধ্যমে অতিথিদের সঙ্গে এক নতুন মেলবন্ধন তৈরি করা। আমরা বিশ্বাস করি, এটি দ্রুতই ঢাকার অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।"
আইসিসিএলে করপোরেট অনুষ্ঠান, বিয়ে এবং সামাজিক আয়োজনের জন্য ১৪ হাজার বর্গফুট আয়তনের দুটি প্রশস্ত হল রয়েছে। রেস্টুরেন্টে রয়েছে রাউন্ড-টেবিল স্টাইলে ৮০০ এবং থিয়েটার স্টাইলে ১,২০০ অতিথি ধারণক্ষমতা সম্পন্ন উন্নতমানের স্টাইলাক্স এলইডি স্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম ও স্টাইলাক্স লাইটিং সুবিধা।