শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

কে ক্র‍্যাফটের শিশুদের জন্য ভ্রমণ উপযোগী পোশাক

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ১৩:০৭, ১৭ অক্টোবর ২০২৫

কে ক্র‍্যাফটের শিশুদের জন্য ভ্রমণ উপযোগী পোশাক

বেড়ানোর আনন্দটাই আলাদা। বড় থেকে ছোট সকলেই ভ্রমণ উপভোগ করতে ভালোবাসে। বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে, ছোটবেলা থেকেই শিশুদের ভ্রমণ করা  উত্তম। যা তাদের মেধা বিকাশে সাহায্য করে।

ভ্রমণের অভিজ্ঞতা ছোটদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে তোলে। ভ্রমণের সুখকর স্মৃতি ভবিষ্যতে অনুপ্রেরণা যোগায়, তাদের ভ্রমণপিপাসু করে তোলে।

ভ্রমণে একটি শিশু শুধু পাহাড় বা সমুদ্রের ঢেউই দেখে না, সে বোঝে পাহাড়ের বিশালতা। অনুভব করে সাগরের ঢেউয়ের গতি ও প্রবাহ। যা পাঠ‍্যবইয়ে পাওয়া যায়না।  বর্তমানে শিশুরা গ‍্যাজেট নির্ভর হয়ে পড়েছে। এতে অভিবাবকরাও বেশ উদ্বিগ্ন। তাই শিশুদের গ‍্যাজেট নির্ভরতা কমাতে ভ্রমণের বিকল্প খুঁজে পাওয়া কঠিন।

মানানসই কাপড়ের ব‍্যবহার:
ভ্রমণ মানেই আনন্দ তাই ভ্রমণ দূরে হোক কিংবা কাছে সোনামণিদের নতুন পোশাক চাই ই চাই। তাই ভ্রমণ উপযোগী পোশাক প্রসঙ্গে কর্ণধার খালিদ মেহমুদ খান জানান," দীর্ঘ যাত্রায় এবং পরিবেশ অনুযায়ী মানানসই পোশাক নির্বাচনে ফ্যাব্রিকের বিবেচনাই প্রধান। কটন, লিনেন, জ‍্যাকর্ড কটন, ভয়েলসহ বিভিন্ন আরামদায়ক পোশাকে ফিউশনধর্মী কাজ করেছি।"

রঙ ও মোটিফের বৈচিত্র্য:
রঙ এবং মোটিফ প্রসঙ্গে প্রধান নির্বাহী শাহনাজ খান জানান, "ব্রিক রেড, পার্পেল, পিংক, কোরাল পিংক, ব্লু সহ বৈচিত্র্যময় রঙের সঙ্গে এমব্রয়ডারী, কাট ওয়ার্ক, কারচুপি, হ‍্যান্ডস্টিচের মিশেল পোশাকে করেছে আরো আকর্ষণীয়।" আবহওয়া এবং পরিবেশকে মাথায় রেখে তৈরি করা হয়েছে এবারের শিশুদের ভ্রমণ পোশাক।
এছাড়া অনলাইনে কেনাকাটার জন্য  kaykraft.com থেকেও অর্ডার করতে পারেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন