মাসকারা শুকিয়ে গেছে—চিন্তার কিছু নেই...
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ২০:৫৬, ১৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:১৪, ১৪ অক্টোবর ২০২৫

স্বল্প প্রসাধনী দিয়েও নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়—যদি চোখে থাকে মনোমুগ্ধকর আবেদন। কাজলকালো চোখের রহস্যময়তা কিংবা মাসকারায় ঘন পল্লব—চোখের সাজ সবসময়ই নারীর সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। কিন্তু সাজতে গিয়ে হঠাৎ দেখা গেল মাসকারায় শুকিয়ে গেছে—তখন? চিন্তার কিছু নেই।
কয়েকটি সহজ উপায়ে আপনি আবার সেটিকে আগের মতো করে তুলতে পারেন।
১) লেন্স সলিউশন ব্যবহার করুন
যারা কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাদের বাড়িতে নিশ্চয়ই লেন্স সলিউশন রয়েছে। শুকিয়ে যাওয়া মাসকারার টিউবে ৪-৫ ফোঁটা ভালো মানের লেন্স সলিউশন দিন। ঢাকনা শক্ত করে বন্ধ করে ১০-২০ মিনিট রেখে দিন। এরপর টিউবটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। আপনি দেখবেন, মাসকারা আগের মতো তরল হয়ে গেছে।
২) গরম পানির কৌশল
মাসকারার টিউবের মুখ বন্ধ করে এক গ্লাস গরম (তবে ফুটন্ত নয়) জলে ৫-১০ মিনিট ডুবিয়ে রাখুন। এতে মাসকারার ভেতরের জমে থাকা পদার্থ গলে যাবে। ব্যবহারের আগে অবশ্যই টিউবটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। গরম জলের এই প্রক্রিয়ায় দলা পাকানোর আশঙ্কা কম থাকে।
৩) নারকেল তেলের জাদু
নারকেল তেল শুধু চুল বা ত্বকের যত্নেই নয়, শুকনো মাসকারাকেও আবার প্রাণ দিতে পারে। টিউবে ৪-৫ ফোঁটা খাঁটি নারকেল তেল মিশিয়ে ঢাকনা বন্ধ করুন। কিছুক্ষণ রেখে দুই হাতের তালুতে টিউবটি ঘষে গরম করুন, তারপর হালকা ঝাঁকিয়ে নিন। দেখবেন, মাসকারা আগের মতো মসৃণ হয়ে গেছে।
অতিরিক্ত পরামর্শ
মাসকারার টিউব ব্যবহারের পর প্রতিবার ভালোভাবে বন্ধ করে রাখুন।
নিয়মিত ৩ থেকে ৬ মাস পরপর মাসকারা পরিবর্তন করা উত্তম, যাতে ব্যাকটেরিয়া না জন্মায়।
প্রয়োজনে মেকআপ ব্যাগে রাখুন একটি ছোট লেন্স সলিউশন বোতল—এটি জরুরি সময়ে কাজ দেবে।