বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

| ৩০ আশ্বিন ১৪৩২

২৮ বছরেই ফেসলিফট! কেন বাড়ছে তরুণদের প্লাস্টিক সার্জারির ঝোঁক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭:৩৯, ১১ অক্টোবর ২০২৫

২৮ বছরেই ফেসলিফট! কেন বাড়ছে তরুণদের প্লাস্টিক সার্জারির ঝোঁক

আজকের যুগে ‘যৌবন ধরে রাখা’র আকাঙ্ক্ষা যেন সীমাহীন। এক সময় যেখানে ফেসলিফট ছিল ধনীদের মধ্যবয়সী রূপসন্ধানীদের জন্য, এখন তা ছড়িয়ে পড়ছে তরুণ প্রজন্মের মাঝেও। ২০-এর ঘরে পা রাখা অনেক তরুণ-তরুণীই ছুরি-কাঁচির নিচে মুখের গড়ন বদলে ফেলছেন নতুন সৌন্দর্যের সংজ্ঞায়।

সোশ্যাল মিডিয়ার প্রভাব ও ‘পারফেক্ট লুক’-এর প্রতিযোগিতা
ইনস্টাগ্রাম, টিকটক বা স্ন্যাপচ্যাটে চোখ রাখলেই দেখা যায়—ব্রাউ লিফট, পনিটেল ফেসলিফট, ডিপ প্লেন সার্জারি নিয়ে উচ্ছ্বসিত তরুণদের পোস্ট। ‘স্ন্যাচড লুক’, ‘ফক্স আই’ বা ‘শার্প জ লাইন’ এখন কেবল বিউটি ফিল্টারের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেকেই বাস্তবেই তা অর্জনের জন্য সার্জনের শরণ নিচ্ছেন।

২৮ বছর বয়সেই ছয়টি সার্জারি! এমিলির অভিজ্ঞতা
কানাডার টরন্টোর ব্যবসায়ী এমিলি, মাত্র ২৮ বছর বয়সে একসঙ্গে ছয়টি প্লাস্টিক সার্জারি করিয়েছেন—এর মধ্যে ছিল মিড-ফেসলিফট, লিপ লিফট ও রাইনোপ্লাস্টি। তুরস্কে অপারেশনের পর তিনি বলেন, “আমি ঘুমিয়ে পড়লাম, জেগে দেখি—একটি নতুন মুখ!”
অসহনীয় ব্যথা, মাসের পর মাস ফোলা-জখম—সব সহ্য করে এখন এমিলি বলছেন, “আমি এখন আমার সবচেয়ে ভালো সংস্করণ।”

যুক্তরাজ্যে ফেসলিফটের হার বেড়েছে ৮%
ব্রিটিশ অ্যাসোসিয়েশন অব অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জনস জানান, গত এক বছরে ফেসলিফটের সংখ্যা বেড়েছে প্রায় ৮ শতাংশ। যদিও বয়সভিত্তিক তথ্য প্রকাশ করা হয়নি, বিশেষজ্ঞদের মতে তরুণ শ্রেণি দ্রুত এই প্রবণতায় যুক্ত হচ্ছে।
সংস্থার সভাপতি নোরা নিউগেন্ট মনে করেন, দ্রুত ওজন কমানোর ওষুধ যেমন সেমাগ্লুটাইড ইত্যাদি ব্যবহারের ফলে ত্বক ঢিলে হয়ে যাচ্ছে, আর সেটি টানটান রাখতে ফেসলিফট হয়ে উঠছে সমাধান। তবে তিনি সতর্ক করেছেন—এটি এখনও বড় সার্জারি; প্রশিক্ষিত ও রেজিস্টার্ড সার্জনের তত্ত্বাবধানেই করা উচিত।

তুরস্কে কম দামে ঝুঁকিপূর্ণ সার্জারি

৩৪ বছর বয়সী জুলিয়া জিল্যান্ডো নিজের মুখের অসমতা দূর করতে তুরস্কে গিয়েছিলেন ফেসলিফট করাতে। ৮ হাজার ডলার খরচ হলেও পরবর্তী যন্ত্রণাদায়ক পুনরুদ্ধারকাল তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। তবু অনেকের কাছে তুরস্ক এখন কম খরচে সৌন্দর্য ফেরানোর ‘মক্কা’।

মনোবিজ্ঞানীদের সতর্কবার্তা
ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ডের বিশেষজ্ঞ ড. কির্সটি গারবেট বলছেন, “আজকের তরুণরা ভিডিও কল, ফিল্টার, এআই-রূপসজ্জায় নিজেদের বিকৃত প্রতিচ্ছবি দেখে হতাশ হয়। এই ভুয়া সৌন্দর্যের দুনিয়ায় প্লাস্টিক সার্জারি যেন আত্মবিশ্বাসের নতুন মুদ্রা হয়ে উঠছে।”

বয়স কম, খরচ বেশি, ঝুঁকি আরও বেশি
যুক্তরাজ্যে একটি ফেসলিফটের গড় খরচ ১৫ হাজার থেকে ৪৫ হাজার পাউন্ড পর্যন্ত। কিন্তু কম মূল্যের ক্লিনিকে একই অস্ত্রোপচার ৫ হাজার পাউন্ডেও পাওয়া যায়—যা বিপজ্জনক হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করেন, ৪০ বছরের নিচে ফেসলিফট করানো চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে ‘অস্বাভাবিক’ এবং এতে স্নায়ুক্ষতি, সংক্রমণ, টিস্যু নেক্রোসিস–এর ঝুঁকি থাকে।

‘সবচেয়ে ভালো সিদ্ধান্ত’—বিতর্কের মুখে সেলিব্রিটি প্রবণতা
দুবাইয়ের টিভি তারকা ক্যারোলিন স্ট্যানবারি ৪৭ বছর বয়সে ফেসলিফট করিয়ে বলেছিলেন, “এটাই আমার জীবনের সেরা সিদ্ধান্ত।” কিন্তু প্লাস্টিক সার্জন আলেক্সিস ভার্পাল উদ্বিগ্ন—“যদি কেউ ২০ বছর বয়সে সার্জারি শুরু করে, ৬০-এ পৌঁছতে পৌঁছতে তিনবার ফেসলিফট করতে হবে—এটা মুখের জন্য মারাত্মক ট্রমা।”সূত্র : বিবিসি

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা
সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠকে বসছে ঐকমত্য কমিশন
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
মিরপুরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
মিরপুরের আগুন গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের লাশ উদ্ধার
হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ১৯ অক্টোবরের মধ্যে এনিসিপিকে প্রতীক নিতে হবে
শিশুদের জন্য বিপজ্জনক ভারতের ৩ কফ সিরাপ : ডব্লিউএইচও
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু