শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’য় প্রথমবারের মতো শুরু হয়েছে "আনলিমিটেড স্টেক ফেস্টিভল"

জীবনযাপন ডেস্ক 

প্রকাশ: ১৭:৪২, ১৭ অক্টোবর ২০২৫

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’য় প্রথমবারের মতো শুরু হয়েছে

হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা রসনাবিলাসীদের জন্য প্রথমবারের মতো এক ভিন্নধর্মী আয়োজন করেছে। আয়োজনের শিরোনাম দেওয়া হয়েছে "মিটস অ্যান্ড বিটস আনলিমিটেড"—প্রিমিয়াম স্টেক ফেস্টিভল।

উপস্থিত অতিথিবৃন্দ:

এই উৎসব উপলক্ষ্যে ১৫ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারকন্টিনেন্টালের পক্ষ থেকে মহা-ব্যবস্থাপক ডেভিড ও’হ্যানলন, ‘ডিরেক্টর অব ফুড অ্যান্ড বেভারেজ’ অলিভিয়ার লোরো, বিক্রয় ও বিপণন পরিচালক রেজওয়ান মারুফ এবং এক্সিকিউটিভ শেফ জুলিয়ান সিতোল বোটেরো।

এছাড়া বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. মোজ্জাম্মেল হক, বেঙ্গল মিটের প্রধান নির্বাহী এ.এফ.এম. আসিফ এবং বিকাশের প্রতিনিধি কায়েদুল আরেফিনসহ আরও অনেকে।

অনুষ্ঠান সূচি:

গতকাল থেকে হোটেলের অ্যাম্বার রুমে শুরু হয়েছে এই উৎসব। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকছে লাইভ মিউজিক পারফরম্যান্স, যা অতিথিদের ভোজনকে করে তুলবে আরো প্রাণবন্ত।

খাবারের তালিকা:

এখানে আগত ভোজনরসিকরা উপভোগ করতে পারবেন বাহারি ধরনের প্রিমিয়াম বিফ কাট। সঙ্গে থাকছে হোমমেইড হোলান্ডেইজ, মাশরুম, পেপার, বিবিকিউ ও চিমিচুরি সসে টেস্ট।

আছে সাইড ডিসের ব‍্যবস্থা:

শুধু স্টেক নয়, এ আয়োজনে রাখা হয়েছে জ্যাকেট পটেটো, ইয়র্কশায়ার পুডিং, ম্যাশড পটেটো, ভাপা সবজি, স্যাফরন রাইস, কোল্ড কাট, সালাদ, স্যুপ, ডেজার্ট ও টাটকা ফলের মতো বিভিন্ন রকম সাইড ডিশ। প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই খাবার উপভোগ করতে প্রতিজনকে খরচ গুনতে হবে ৬ হাজার ৫শ’ টাকা।

অন‍্যান‍্য সুযোগ:

এই আয়োজনে নির্দিষ্ট ব্যাংক কার্ড ও বিকাশ পেমেন্টে পাওয়া যাবে "বাই ওয়ান গেট ওয়ান" অফার। আর যারা কার্ডের অফার নেবেন না, তারা চাইলে রিওয়ার্ড যোগ করে ২৫ শতাংশ ছাড়ে খাবার উপভোগ করতে পারবেন ইন্টারকন্টিনেন্টালের ঢাকা ও বিশ্বের অন্যান্য হোটেলের শাখাগুলোতে।

আরও পড়ুন