ইসরায়েলের আপিল খারিজ করল আইসিসি
গাজা যুদ্ধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা বহাল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:১৬, ১৮ অক্টোবর ২০২৫

হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করেছে। গাজা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধে ‘অপরাধমূলক দায়’ থাকার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে বলে আদালত আগেই রায় দিয়েছিল।
২০২৪ সালের নভেম্বরে দেওয়া রায়ে আইসিসি জানায়, গাজার মানবিক বিপর্যয়ে ইসরায়েলি নেতৃত্বের সরাসরি ভূমিকা ছিল। একই সঙ্গে হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছিল, তবে তাদের মৃত্যুর পর তা বাতিল হয়।
রায় ঘোষণার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া জানায়। নেতানিয়াহু একে “ইহুদিবিদ্বেষী সিদ্ধান্ত” বলে মন্তব্য করেন, আর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একে “অগ্রহণযোগ্য ও অযৌক্তিক” বলে আখ্যা দেন। পরবর্তীতে ওয়াশিংটন আইসিসির শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করে।
ইসরায়েল ২০২৫ সালের মে মাসে পরোয়ানাগুলো বাতিলের আবেদন করে এবং একই সঙ্গে আদালতের এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলে। কিন্তু আইসিসি ১৬ জুলাই জানায়, মামলার এখতিয়ার চ্যালেঞ্জ থাকলেও পরোয়ানা স্থগিতের কোনও আইনগত ভিত্তি নেই। এক সপ্তাহ পর ইসরায়েল পুনরায় আপিলের অনুমতি চায়, কিন্তু শুক্রবার আদালত জানায়, “ইসরায়েলের উত্থাপিত বিষয়টি আপিলযোগ্য নয়।”
আদালতের ১৩ পৃষ্ঠার রায়ে বলা হয়, “চেম্বার তাই অনুরোধটি প্রত্যাখ্যান করছে।”
আইসিসির বিচারকরা এখনো ইসরায়েলের এখতিয়ার-সংক্রান্ত বৃহত্তর আপিল নিয়ে কাজ করছেন। ২০২৪ সালের নভেম্বরে আদালত ইসরায়েলের এখতিয়ারবিষয়ক চ্যালেঞ্জ খারিজ করেছিল, কিন্তু ২০২৫ সালের এপ্রিলে আপিল চেম্বার নির্দেশ দেয় যে, বিষয়টি বিস্তারিতভাবে পুনর্বিবেচনা করতে হবে। তবে এ সংক্রান্ত চূড়ান্ত রায় কবে দেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: আরব নিউজ