পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে রাতভর গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১৪, ৬ ডিসেম্বর ২০২৫
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা চরমে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে চামান-স্পিন বোলদাক সীমান্তজুড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক এলাকায় গোলাবর্ষণ করে। পাল্টা অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, আফগান বাহিনী অযৌক্তিকভাবে গুলি চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে।
পাকিস্তানি মুখপাত্র মুশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন— “পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের সুরক্ষায় আমরা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।”

সপ্তাহের শুরুতে সৌদি আরবে অনুষ্ঠিত ব্যর্থ শান্তি বৈঠকের পরই সীমান্তে নতুন করে গোলাগুলির ঘটনা ঘটল। কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় বৈঠকটির উদ্দেশ্য ছিল অক্টোবরের প্রাণঘাতী সংঘর্ষে উত্তেজনা কমানো। কিন্তু আলোচনা নিষ্ফল হওয়ার পর দুই দেশের সম্পর্ক আবারও তিক্ত হয়ে উঠেছে।
পাকিস্তান দাবি করছে—আফগানিস্তানভিত্তিক জঙ্গিরা পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে, যার মধ্যে সম্প্রতি আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী হামলার কথাও উল্লেখ রয়েছে।
তবে কাবুল এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলছে, “পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির জন্য আমরা দায়ী নই।”
২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর সীমান্ত উত্তেজনা নতুন নয়। তবে অক্টোবরের সংঘর্ষ ছিল সবচেয়ে প্রাণঘাতী, যেখানে বহু মানুষ নিহত হয়। নতুন গোলাগুলির ঘটনায় সীমান্ত পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে পড়েছে।
