জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলেও বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:২৮, ১৮ অক্টোবর ২০২৫

ফাইল ছবি
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, পরাজিত শক্তির ন্যারেটিভে বিভ্রান্ত না হয়ে সবাইকে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আশ্বস্ত করেন, জুলাই হত্যার বিচার বাধাহীনভাবেই এগিয়ে যাবে।
পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সেই সঙ্গে
তিনি আশ্বস্ত করেন, জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে, এর অগ্রগতি কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।
শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে অতিরিক্ত তর্ক-বিতর্কের প্রয়োজন নেই। এই সনদ পরিবর্তনযোগ্য, সময় ও বাস্তবতার সঙ্গে মানিয়ে চলবে। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার তার নিজস্ব প্রক্রিয়াতেই এগিয়ে যাবে—এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।”
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “যারা জুলাই সনদ নিয়ে মতভেদ তৈরি করতে চাইছেন, তারা আসলে গণতান্ত্রিক রূপান্তরের পথ রুদ্ধ করতে চাইছেন। ভিন্নমত থাকতেই পারে, কিন্তু পরিবর্তনের এই যাত্রায় আমরা সবাই একই লক্ষ্যেই কাজ করছি—ন্যায়বিচার ও রাষ্ট্রের পুনর্গঠন।”
গতকাল শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এ স্বাক্ষর করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মোট ৩৩টি দল এই আলোচনায় অংশ নিলেও, অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদসহ কয়েকটি বামপন্থী দল অনুপস্থিত ছিল।
ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যেই জুলাই সনদকে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের একটি “ঐতিহাসিক মাইলফলক” হিসেবে আখ্যা দিয়েছে।