বিশ্বের জন্য উদাহরণ হয় এমন নির্বাচন করতে চাই: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৯, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৫৫, ১৮ অক্টোবর ২০২৫

জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আগামী নির্বাচনটিকে আমরা উৎসবমুখর ও স্মরণীয় করতে চাই। এমন একটি নির্বাচন করতে চাই, যা জাতির জন্য যেমন উদাহরণ হবে, তেমনি বিশ্বের জন্যও।”
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “আমরা নির্বাচনের কথা বলেছি এই সুরে, যে সুর আজ এখানে বাজালাম। ঐক্যের সুরেই আমরা ফেব্রুয়ারি নির্বাচনের পথে এগোব। এই ঐক্য যেন অটুট থাকে।”
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “রাজনীতির ব্যাপারে যেমন ঐকমত্য হয়েছে, নির্বাচনের বিষয়েও তেমন ঐকমত্য দরকার। রাজনৈতিক নেতারা বসে সহজ করুন—কীভাবে নির্বাচন করবেন। যেমন-তেমন করে নির্বাচন করলে আবার পুরোনো জায়গায় ফিরে যাবেন, লাভ কী হবে?”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “কথা বললাম কিন্তু কাজে মানলাম না—এভাবে চললে হবে না। তাই অনুরোধ, নিজেদের মধ্যে বসে ভাবুন কীভাবে নির্বাচনটা সুন্দর করবেন, উৎসবমুখর করবেন, ইতিহাসে স্মরণীয় করবেন।”
তিনি স্পষ্টভাবে বলেন, “আমরা নিজেদের নির্বাচন নিজেরাই করব। পুলিশ এসে ধাক্কাধাক্কি করবে কেন? কেউ এসে আমাদের পথ দেখিয়ে দিতে হবে না। আমরা জানি কীভাবে সুন্দর নির্বাচন করতে হয়—এমন একটি নির্বাচন করতে চাই, যা হবে জাতির জন্য এবং বিশ্বের জন্য একটি উদাহরণ।”
ড. ইউনূস আশা প্রকাশ করেন, পরবর্তীতেও রাজনৈতিক দলগুলো যেন একইভাবে দায়িত্বশীল আচরণ বজায় রাখে।
তিনি বলেন, “যাতে ভবিষ্যতে এমন সুন্দর নির্বাচন হয়, যা দেখে দুনিয়া বাহবা দেবে—কেউ যেন বলতে না পারে, ‘তোমরা এটা ঠিক করোনি’। সবাই দোয়া করুন, আমরা যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও ইতিহাসে স্থান পাওয়া নির্বাচন করতে পারি।”