জুলাই সনদ স্বাক্ষরের পর এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:০৫, ১৭ অক্টোবর ২০২৫

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠান শেষে বলেন, “খুব ভালো লাগছে। অনেক মাস ধরে নানা আলোচনার পর আজ বিশাল এক ঐতিহাসিক আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদের বিষয়বস্তু চূড়ান্ত হলো।”
তবে একইসঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রনেতাদের অনুপস্থিতি নিয়ে। তিনি বলেন, “আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সেই ছাত্রনেতারা আজ এখানে উপস্থিত থাকতেন।”
আসিফ নজরুল আরও জানান, ঐকমত্য কমিশনের কার্যক্রম আগামী ১৫ দিন চলবে। এই সময়ে বিভিন্ন পক্ষের মতামত বিবেচনা করা হবে এবং প্রয়োজনে পরবর্তীতে অনুপস্থিত ব্যক্তিরাও সনদে স্বাক্ষর করতে পারবেন।
এই আইন উপদেষ্টা বলেন, “সবাই মিলে করতে পারলে এটা আরও ভালো হতো। তবু আজকের সাফল্য একটি বড় অগ্রগতি।”