শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নেবে ইরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৩৭, ১৭ অক্টোবর ২০২৫

বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নেবে ইরাক

বাংলাদেশ থেকে দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ কমিটির বৈঠকে কর্মী নিয়োগের বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশি কর্মীরা ইরাকে যাওয়ার আগে কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করবে। ইরাকের কোন কোন খাতে কর্মীর চাহিদা রয়েছে—সে বিষয়ে বাংলাদেশ দূতাবাস তথ্য সংগ্রহ করে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের পক্ষে দেশের মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আব্দুর রেজা খাইয়ুন আত-ওয়ানি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

দুই দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্যা ভূঁইয়া। আলোচনায় অংশ নেন ইরাকি প্রতিনিধিরাও।

বৈঠকে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল শ্রম অভিবাসন নিশ্চিতকরণ, ইরাকে বাংলাদেশি কর্মী প্রেরণের সম্ভাবনা এবং সেখানে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শেষে উভয় পক্ষ ‘রেকর্ড অব ডিসকাশন’-এ স্বাক্ষর করেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ইরাকে যাওয়ার আগে প্রত্যেক কর্মী কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করবে।ইরাকের বিভিন্ন সেক্টরে কর্মীর চাহিদা দূতাবাসের মাধ্যমে শনাক্ত করা হবে।

ইরাকে অনিয়মিতভাবে কর্মরত বাংলাদেশিদের সাধারণ ক্ষমার আওতায় নিয়মিতকরণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে ইরাক সরকার।বছরে অন্তত একবার যৌথ কমিটি বৈঠক করবে, যাতে কর্মী প্রেরণের পথ আরও সুগম হয়।
 

আরও পড়ুন