জুলাই জাতীয় সনদে কী আছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০০:৫৩, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:০৯, ১৮ অক্টোবর ২০২৫

‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস এতে সই করেন। এ ছাড়া দেশের ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা সনদে স্বাক্ষর করেছেন।
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সনদ স্বাক্ষরকারী রাজনৈতিক দলের প্রতিনিধি ও সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও কমিশনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা এতে অংশ নেন।
সমাজকালের পাঠকদের জন্য জুলাই সনদের সফট ফাইলটি দেওয়া হলো: