বিচারহীনতার সংস্কৃতি
কর্মক্ষেত্রে আগুনে প্রাণহানি বন্ধ হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:১৬, ১৭ অক্টোবর ২০২৫

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) অভিযোগ করেছে, বিচারহীনতা ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে কর্মক্ষেত্রে আগুনে প্রাণহানির ঘটনা বন্ধ হচ্ছে না। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর শিয়ালবাড়ীর গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এ মন্তব্য করেন স্কপ নেতারা।
ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, স্কপ যুগ্ম সমন্বয়ক আহসান হাবিব বুলবুল, এবং শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্য সচিব সিকান্দার আলী মিনার। সঙ্গে ছিলেন স্কপ নেতা সাইফুজ্জামান বাদশা, শামিম আরা, মাহবুবুল আলম, ফয়েজ হোসেন, নুর মোহাম্মদ আকন্দ, আজিজুন নাহার, খালেকুজ্জামান লিপন, সরদার খোরশেদ, ইদ্রিস আলী, শান্তনা, শিরিন আক্তার, রাবেয়া আক্তার, রুবাইয়াৎ, আল আমিন ও শাহনাজ।
এছাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা মেনে তাঁরা কারখানার ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করেন। স্কপ নেতারা জানান, অগ্নিকাণ্ডের চার দিন পরও ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন পুরোপুরি নিভেনি; বাতাসে এখনো দগ্ধ রাসায়নিকের তীব্র গন্ধে চোখ-নাক জ্বালা করছে।
নেতারা বলেন, ঘটনাস্থলের আশপাশে একই ধরনের আরও কয়েকটি কারখানা গড়ে উঠেছে—যেগুলোর কোনোটি শিল্প-নিরাপত্তা মানদণ্ড পূরণ করে না। ভবনগুলো ঘিঞ্জি, কাঠামোগতভাবে দুর্বল এবং শিল্প এলাকা হিসেবে অনুমোদিত নয়। তবু এসব ভবনে উৎপাদন চলা রাজউক ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) দায়িত্বহীনতার প্রমাণ।
স্কপের অভিযোগ, পূর্ববর্তী বহু প্রাণঘাতী দুর্ঘটনায়ও কেউ দায়ী সাব্যস্ত হয়নি, মালিকরা শাস্তির আওতায় আসেননি, এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এই বিচারহীন সংস্কৃতি ও মুনাফালিপ্সা-নির্ভর ব্যবস্থাই নতুন প্রাণহানির কারণ বলে মন্তব্য করেন তারা।
নেতারা বলেন, “আইনের সংশোধন করে ক্ষতিপূরণের পরিমাণ বাড়াতে হবে, তদারকি ও নিয়ন্ত্রণ সংস্থাগুলোর ক্ষমতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তা না হলে স্কপ দেশের শ্রমজীবী মানুষের অধিকারের কণ্ঠ হয়ে কঠোর আন্দোলনে নামবে।”
কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত ও পুনরাবৃত্ত দুর্ঘটনার প্রতিবাদে স্কপ শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ডেকেছে। সংগঠনটি সংশ্লিষ্ট সব শ্রমিক ও সংগঠনকে সেখানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।