শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

রাজধানীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৪৫, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:০৫, ১৮ অক্টোবর ২০২৫

রাজধানীতে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীসহ বিভিন্ন স্থানে আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল জলিল, হবিগঞ্জের মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান, শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য শওকত আলী ওরফে শওকত ছৈয়াল এবং ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আতিকুর রহমান।

ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে মিরপুর বিভাগের অস্ত্র ও মাদক উদ্ধার দল আব্দুল জলিলকে গ্রেপ্তার করে। এরপর রাত সাড়ে ৯টার দিকে মগবাজার চৌরাস্তা থেকে রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দল হাবিবুর রহমানকে আটক করে।

অন্যদিকে, একই রাতে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে ওয়ারী বিভাগের একটি দল শওকত আলী ওরফে শওকত ছৈয়ালকে গ্রেপ্তার করে। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান থেকে তেজগাঁও বিভাগের একটি দল আতিকুর রহমানকে আটক করে ঢাকায় নিয়ে আসে।

ডিবি কর্মকর্তারা জানান, তাদের বিরুদ্ধে সংগঠন পুনর্গঠনের গোপন বৈঠক ও রাজনৈতিক উসকানিমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। 

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন