পাকিস্তানের হামলা প্রতিবাদ জানালেন রশিদ খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১৮, ১৮ অক্টোবর ২০২৫

রশিদ খান, ফাইল ছবি
আফগানিস্তানের টি২০ ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান পাকিস্তানের সামরিক হামলার বিরুদ্ধে সমাজমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার রাতে এক পোস্টে তিনি লেখেন,পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই হামলায় বহু নারী, শিশু এবং
তরুণ প্রাণ হারিয়েছে—তাদের মধ্যে ছিলেন এমন তরুণ ক্রিকেটাররাও, যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উড়ানোর স্বপ্ন দেখেছিল। অসামরিক পরিকাঠামোয় এভাবে হামলা চালানো একেবারেই বর্বরোচিত ও অনৈতিক। এই ধরনের কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন, একে কখনও উপেক্ষা করা যায় না।
রশিদ খান আরও বলেন,“এতগুলো নিষ্পাপ প্রাণ হারানোর পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। এই কঠিন সময়ে আমি আমার দেশের মানুষের পাশে আছি। আমাদের জন্য দেশের মর্যাদাই সবচেয়ে বড়।”
গত এক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে চলমান উত্তেজনা থামাতে বুধবার ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তবে তার মেয়াদ শেষ হওয়ার পর শুক্রবার রাতে পাকিস্তানের সেনারা পুনরায় বিমান হামলা চালায় বলে কাবুলের অভিযোগ। এতে বহু সাধারণ নাগরিক নিহত হন।
রশিদের এই বিবৃতি আফগানিস্তানের ক্রিকেট অঙ্গন ছাড়িয়ে সমগ্র আন্তর্জাতিক ক্রীড়াজগতে আলোড়ন তুলেছে। অনেক ক্রীড়া বিশ্লেষকই বলছেন, এই প্রজন্মের তরুণ ক্রিকেটাররা শুধু খেলাধুলার প্রতীক নন—তাঁরা হয়ে উঠছেন দেশের আত্মমর্যাদা ও মানবিকতার কণ্ঠস্বর।