শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

| ২ কার্তিক ১৪৩২

বিশ্বকাপ কাবাডি খেলতে ঢাকায় আসছে আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০:২৬, ১৭ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ কাবাডি খেলতে ঢাকায় আসছে আর্জেন্টিনা 

প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক পদকশূন্য বাংলাদেশের পুরুষ কাবাডি দল। মেয়েদের দলও গত ১১ বছর ধরে বিশ্বমঞ্চে সাফল্যহীন। অথচ ঘরোয়া পর্যায়ে কাবাডিতে বিনিয়োগ, দর্শকপ্রিয়তা ও প্রতিযোগিতা—সবই আছে। তাই এবার মেয়েদের কাবাডি বিশ্বকাপ আয়োজনকে সামনে রেখে নতুন আশার আলো দেখছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এস. এম. নেওয়াজ সোহাগ জানান, “কাবাডির উন্নতি দৃশ্যমান। দেশজুড়ে জাতীয় কাবাডি প্রতিযোগিতা চলছে। এবার ঢাকায় মেয়েদের বিশ্বকাপ কাবাডির আয়োজন হবে—এটি আমাদের জন্য গর্বের বিষয়।”

মূলত আগস্টে ভারতে হওয়ার কথা ছিল বিশ্বকাপ কাবাডি। কিন্তু বিশ্ব কাবাডি ফেডারেশন ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের দ্বন্দ্বে আয়োজনে জটিলতা দেখা দিলে আয়োজনের দায়িত্ব নেয় বাংলাদেশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৫ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ।

এ টুর্নামেন্টে অংশ নেবে মোট ১৪টি দেশ—বাংলাদেশ ছাড়াও রয়েছে আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে পাকিস্তান ও পোল্যান্ডকে।

বিশ্বকাপের বাজেট নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে সরকারের সহায়তা থাকবে পাঁচ কোটি টাকা। বাকি অর্থ স্পন্সরদের সহযোগিতায় জোগাড়ের চেষ্টা করছে ফেডারেশন।

ঢাকায় বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে কাবাডির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে আশাবাদী আয়োজকরা। সবচেয়ে বড় আকর্ষণ—এই প্রথমবারের মতো আর্জেন্টিনা নারী কাবাডি দল ঢাকায় আসছে। ফুটবলে যেভাবে লাতিন আমেরিকার দলগুলো বিশ্বজোড়া জনপ্রিয়, এবার কাবাডিতেও তাদের উপস্থিতি বিশ্বকাপে বাড়িয়ে তুলবে উত্তেজনা ও বৈচিত্র্য।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো: স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা
রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। জুলাই সনদ সারাবিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা
জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা। স্বাক্ষর করলো বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্যসহ ২৫টি রাজনৈতিক দল ও জোট প্রতিনিধিরা
ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
আমি নিজেই পিআর বুঝি না : মির্জা ফখরুল
অক্টোবরে বাড়ছে ট্রিপ সংখ্যা রবিবার থেকে ১ ঘন্টা বেশি চলবে মেট্রোরেল
সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে : আইন উপদেষ্টা
ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ এমপিওভুক্ত শিক্ষকদের
পুয়ের্তো রিকোর জালে মেসির আর্জেন্টিনার ৬ গোল
স্বাক্ষরবিহীন ব্যালট পেপার বিতর্কে তোলপাড়
চাকসু নির্বাচন অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ
রোম সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
আগামী রবিবার থেকে মাসব্যাপী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকাদান শুরু