বিমানবন্দরে নিজের ছবিই বদলে দিয়েছে রোহিত শর্মার জীবন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮:১৬, ১৭ অক্টোবর ২০২৫

রবিবার আবার ফিরছেন মাঠে—চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যাবে রোহিত শর্মাকে। কিন্তু জানেন কি, তার এই ফিরে আসার নেপথ্যে রয়েছে বিমানবন্দরের একটি সাধারণ ছবি?
কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বিমানবন্দরে রোহিতের থলথলে চেহারার একটি ছবি। সেটিই নাকি বদলে দিয়েছিল তার জীবন। সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, সেই ছবিই রোহিতকে গভীরভাবে নাড়া দিয়েছিল। ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়ে নতুন করে শুরু করেছিলেন তিনি।
নায়ার বলেন, “রোহিতের ওজন বাড়ায় অনেকে কটাক্ষ করেছিলেন। কিন্তু বিমানবন্দরের ছবিগুলোই ওকে অনুপ্রাণিত করে। তখন থেকেই ও সিদ্ধান্ত নেয় নিজেকে নতুন করে গড়ার। ১২ সপ্তাহ আগে আমরা বিশেষ ফিটনেস প্রোগ্রাম শুরু করি, যাতে ওজন কমানো ও গতিশীলতা বাড়ানো যায়। এখনকার রোহিত অনেক দ্রুত, সচল এবং আত্মবিশ্বাসী।”
নায়ার আরও জানান, শুধু ফিটনেস বজায় রাখাই নয়—রোহিতের লক্ষ্য ছিল নিজের ব্যাটিং ও ফিল্ডিংয়ের সামগ্রিক উন্নতি। “ও ভাবত, আয়নায় নিজেকে কেমন দেখাচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ। এখন সে আগের থেকে অনেক বেশি ফিট এবং সতেজ।”
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতির সময় রোহিত ব্যাটিং ও ফিটনেস—দুই ক্ষেত্রেই অক্লান্ত পরিশ্রম করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন সিরিজের জন্য বিশেষ প্রস্তুতিও নিয়েছেন তিনি। প্রায় ১০ কেজি ওজন কমিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে প্রস্তুত ‘হিটম্যান’।
এখন দেখার বিষয়—৩৮ বছর বয়সে রোহিত শর্মা কতটা ঝলক দেখাতে পারেন অস্ট্রেলিয়ার কঠিন পিচে।