ফিফা র্যাঙ্কিংয়ে নয় বছরে সবচেয়ে খারাপ জায়গায় ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১:৪৯, ১৮ অক্টোবর ২০২৫

এশিয়ান কাপের যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে গিয়েছে আগেই। এবার ফিফা র্যাঙ্কিংয়েও নেমে গেল ভারতের জাতীয় ফুটবল দল। গত নয় বছরে এটাই তাদের সবচেয়ে খারাপ র্যাঙ্কিং। অন্যদিকে, ছেলেদের ব্যর্থতার মধ্যেও আশার আলো জ্বেলেছে মেয়েদের দল—ভারতের অনূর্ধ্ব–১৭ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে।
শুক্রবার প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, ভারত দু’ধাপ নিচে নেমে ১৩৬তম স্থানে এসেছে। শেষবার এত নিচে নেমেছিল ২০১৬ সালে, তখন তাদের অবস্থান ছিল ১৩৭-এ।
১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ভারত উঠেছিল ৯৪তম স্থানে—যা আজও তাদের সর্বোচ্চ অর্জন।
এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১–১ ড্র। ঘরের মাঠে ১–২ গোলে পরাজয়
এই ফলেই কার্যত শেষ হয়ে যায় ভারতের এশিয়ান কাপে যাওয়ার আশা। পরের দুই ম্যাচে হংকং ও বাংলাদেশকে হারালেও তা আর কাজে আসেনি।
বিশ্ব ফুটবলে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন, দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। এরপর ক্রমানুসারে রয়েছে—
ফ্রান্স (৩), ইংল্যান্ড (৪), পর্তুগাল (৫), নেদারল্যান্ড (৬), ব্রাজিল (৭), বেলজিয়াম (৮), ইতালি (৯)।
উল্লেখযোগ্যভাবে, জার্মানি আবারও প্রথম দশে ফিরেছে, ফলে তারা আগামী বিশ্বকাপে গ্রুপ পর্বে বাছাই দল হিসেবে থাকবে। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের কাছে হেরে ক্রোয়েশিয়া নেমে গেছে ১১ নম্বরে।
ছেলেরা ব্যর্থ হলেও ভারতের অনূর্ধ্ব–১৭ মেয়েরা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করে দেশের ফুটবলে নতুন আশার সঞ্চার করেছে।শুক্রবার উজবেকিস্তানের মাটিতে ২–১ গোলে জিতেছে তারা।
ম্যাচের ৩৮ মিনিটে শাখজোদা আলিখোনোভার গোলে পিছিয়ে পড়েছিল ভারত। বিরতির পর কোচ জোয়াকিম আলেকজান্ডারসন নামান থান্ডামণি বাস্কেকে।
৫৫ মিনিটে বাস্কে গোল করে সমতা ফেরান।৬৬ মিনিটে অনুষ্কা কুমারির গোলে জয় নিশ্চিত হয়—পাসটি দিয়েছিলেন বাস্কেই।
গ্রুপ–জি–তে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে যোগ্যতা অর্জন করেছে ভারত। আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ, এবং ভারত এবারই প্রথমবারের মতো মূলপর্বে খেলবে।