বিশ্বকাপ ২০২৬
প্রথম ধাপেই বিক্রি ১০ লাখের বেশি টিকিট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০০:৪০, ১৮ অক্টোবর ২০২৫

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠছে ফুটবলের মহোৎসব ফিফা বিশ্বকাপ ২০২৬। এই টুর্নামেন্ট ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ও আলোচনার শেষ নেই। বিশেষত টিকিটের দাম ও চাহিদা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চলছে আলোচনা-সমালোচনা। এবার ফিফা আনুষ্ঠানিকভাবে জানাল, প্রথম ধাপেই বিক্রি হয়েছে এক মিলিয়নেরও বেশি টিকিট।
বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানায়, চলতি মাসের শুরুতে টিকিট বিক্রি শুরু হয়, এবং এখন পর্যন্ত বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি টিকিট। এই ধাপের আবেদন প্রক্রিয়ায় প্রায় ৪৫ লাখ আবেদনকারী অংশ নিয়েছিলেন, যাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরাই টিকিট কেনার সুযোগ পান।
ফিফার হিসাব অনুযায়ী, মোট ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকরা টিকিট সংগ্রহ করেছেন। এর মধ্যে শীর্ষ তিন ক্রেতা দেশ হচ্ছে আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এরপর তালিকায় রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।
২০২৬ সালের এই বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর—প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশ নেবে এতে। এখন পর্যন্ত ২৮টি দল মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে, বাকি ২০টি স্থানের লড়াই চলবে নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিশ্বজুড়ে জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য লড়ছে, তখন ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস এবং আগ্রহ সত্যিই অনন্য। এটি প্রমাণ করে যে এই বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন।”
ফিফার তথ্য অনুসারে, আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের টিকিট আবেদন, যেখানে একক ম্যাচ, নির্দিষ্ট দল কিংবা নির্দিষ্ট ভেন্যুর টিকিট কেনার সুযোগ থাকবে। নির্বাচিত ব্যক্তিরা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কিনতে পারবেন।
পরবর্তী তৃতীয় ধাপের বিক্রি শুরু হবে ৫ ডিসেম্বর থেকে।
যদিও ফিফা এখনও প্রকাশ করেনি কোন ম্যাচের টিকিট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বা কোন ভেন্যুতে চাহিদা সবচেয়ে বেশি, তবে বিশ্লেষকরা বলছেন—মেক্সিকো সিটি, লস অ্যাঞ্জেলেস ও টরন্টোতে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে দর্শকদের মধ্যে।