শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

| ৩ কার্তিক ১৪৩২

ফোর্বসের জরিপে আয়ে শীর্ষে রোনালদো 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬:৪৩, ১৭ অক্টোবর ২০২৫

ফোর্বসের জরিপে আয়ে শীর্ষে রোনালদো 

বিশ্ব ক্রীড়াঙ্গনে আয়ের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর আধিপত্য এখনও অটুট। বিখ্যাত অর্থনীতি সাময়িকী ফোর্বস-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ আয়কারী খেলোয়াড়দের তালিকার শীর্ষে আছেন পর্তুগিজ এই সুপারস্টার। আর তালিকার একেবারে শেষে, দশ নম্বরে জায়গা করে নিয়েছেন মাত্র ১৮ বছর বয়সী বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল।

ফোর্বসের তথ্যমতে, রোনালদোর বার্ষিক আয় দাঁড়িয়েছে ২৮ কোটি ইউরো— যা ফুটবল বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। সৌদি ক্লাব আল-নাসর-এর সঙ্গে তার লাভজনক চুক্তিই এই বিপুল অর্থের প্রধান উৎস। পাশাপাশি নাইকি, ক্রিপ্টো, ও নিজের ‘CR7’ ব্র্যান্ড থেকেও আয় করছেন বিপুল অর্থ।

দ্বিতীয় স্থানে লিওনেল মেসি
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তার বার্ষিক আয় ১৩ কোটি ইউরো, যা রোনালদোর প্রায় অর্ধেক। মেসির বড় আয়ের উৎস ক্লাব নয়, বরং অ্যাডিডাস, লেইস, মাস্টারকার্ডসহ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সঙ্গে লাভজনক বিজ্ঞাপন চুক্তি।

তৃতীয় থেকে নবম স্থানে কারা?
৩ থেকে ৯ নম্বর পর্যন্ত অবস্থান করেছেন—
করিম বেনজেমা (আল ইত্তিহাদ) – ১০ কোটি ৪০ লাখ ইউরো
কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) – ৯ কোটি ৫০ লাখ ইউরো
আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি) – ৮ কোটি ইউরো
ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) – ৬ কোটি ইউরো
মোহাম্মদ সালাহ (লিভারপুল) – ৫ কোটি ৫০ লাখ ইউরো
সাদিও মানে (আল-নাসর) – ৫ কোটি ৪০ লাখ ইউরো
জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ) – ৪ কোটি ৪০ লাখ ইউরো

মাত্র ১৮ বছর বয়সেই শীর্ষ দশে ইয়ামাল
তালিকার সবচেয়ে বড় চমক লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার এই স্প্যানিশ প্রতিভা উঠে এসেছেন সেরা দশে। বিস্ট বাই ড্রে, অ্যাডিডাস, কোনামি ও পাওয়ারএড—এই চারটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করে তিনি বছরে ৪ কোটি ৩০ লাখ ইউরো আয় করছেন। ভবিষ্যতের ‘গোল্ডেন বয়’ হিসেবে ইতিমধ্যেই স্পনসরদের কাছে তার আকর্ষণ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।

আরও পড়ুন