রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

| ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

নতুন গবেষণা

রক্ত পরীক্ষায় শনাক্ত ৫০ ধরনের ক্যানসার!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫:২৫, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ০১:৫৫, ১৯ অক্টোবর ২০২৫

রক্ত পরীক্ষায় শনাক্ত ৫০ ধরনের ক্যানসার!

ক্যানসার শনাক্তে নতুন এক যুগের দ্বার খুলে দিতে পারে একটি সহজ রক্ত পরীক্ষা। উত্তর আমেরিকায় পরিচালিত এক বছরব্যাপী এক পরীক্ষায় দেখা গেছে—একটি মাত্র রক্ত পরীক্ষার মাধ্যমে ৫০টিরও বেশি ধরনের ক্যানসার শনাক্ত করা সম্ভব। এর মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ ক্যানসারেরই এখনো কোনও নিয়মিত স্ক্রিনিং ব্যবস্থা নেই।

যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ‘গ্রেইল’ উদ্ভাবিত এই ‘গ্যালেরি টেস্ট’ টিউমার থেকে ছুটে আসা ক্ষুদ্র ক্যানসারজনিত ডিএনএ অংশ শনাক্ত করে। যুক্তরাজ্যে বর্তমানে এই পরীক্ষাটি এনএইচএসের আওতায়ও চলছে।

২৫ হাজার মার্কিন ও কানাডিয়ানের ওপর চালানো পরীক্ষায় দেখা যায়, প্রতি একশ’ জনের মধ্যে একজনের ফল পজিটিভ আসে। তাদের মধ্যে ৬২ শতাংশ ক্ষেত্রেই ক্যানসার পরবর্তী সময়ে নিশ্চিত হয়।

গবেষণার নেতৃত্বে থাকা ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির ড. নিমা নবাবিজাদেহ বলেন, “এই রক্ত পরীক্ষা ক্যানসার স্ক্রিনিং পদ্ধতিতে এক মৌলিক পরিবর্তন আনতে পারে। এটি বহু ধরনের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সক্ষম—যখন চিকিৎসা সবচেয়ে কার্যকর।”

গবেষণায় আরও দেখা গেছে, পরীক্ষাটি ৯৯ শতাংশের বেশি ক্ষেত্রে ভুল নেতিবাচক ফলাফল এড়াতে সক্ষম হয়েছে। প্রচলিত স্তন, অন্ত্র ও জরায়ুমুখের ক্যানসার স্ক্রিনিংয়ের সঙ্গে যুক্ত করলে সামগ্রিক শনাক্তের হার সাত গুণ পর্যন্ত বৃদ্ধি পায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—যেসব ক্যানসারের এখনো কোনও স্ক্রিনিং ব্যবস্থা নেই (যেমন ডিম্বাশয়, লিভার, পাকস্থলী, মূত্রথলি ও অগ্ন্যাশয় ক্যানসার), সেগুলোর তিন-চতুর্থাংশই এই পরীক্ষায় ধরা পড়েছে। ৯০ শতাংশ ক্ষেত্রে পরীক্ষাটি ক্যানসারের উৎস সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম হয়েছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ক্যানসারে মৃত্যুহার কমাতে এটি কতটা কার্যকর হবে, তা জানতে আরও প্রমাণ প্রয়োজন।

লন্ডনের ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ক্লেয়ার টার্নবুল বলেন, “গ্যালেরি পরীক্ষার আগাম শনাক্তকরণ আসলেই মৃত্যুহার কমাতে পারবে কি না—তা জানতে র‍্যান্ডমাইজড ট্রায়ালের তথ্য অপরিহার্য।”

এই সপ্তাহান্তে বার্লিনে ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজি কংগ্রেসে পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ করা হবে। আর আগামী বছর প্রকাশ পাবে ১ লাখ ৪০ হাজার এনএইচএস রোগীকে নিয়ে পরিচালিত তিন বছরের বৃহত্তর গবেষণার ফলাফল। ফল ইতিবাচক হলে এনএইচএস ১০ লাখ মানুষের মধ্যে এই পরীক্ষা সম্প্রসারণের পরিকল্পনা করছে।

গ্রেইলের বায়োফার্মা বিভাগের প্রেসিডেন্ট স্যার হারপাল কুমার বলেন, “অধিকাংশ মানুষ ক্যানসারে মারা যায়, কারণ রোগটি অনেক দেরিতে ধরা পড়ে। আমাদের লক্ষ্য—প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা, যখন চিকিৎসা বেশি কার্যকর ও রোগ নিরাময়ের সম্ভাবনা সর্বোচ্চ।”

তবে ক্যানসার রিসার্চ ইউকের নাসের তুরাবি বলেন, “অতি-নির্ণয় বা অপ্রয়োজনীয় ক্যানসার শনাক্তকরণ এড়াতে আরও গবেষণা জরুরি। যুক্তরাজ্যের জাতীয় স্ক্রিনিং কমিটি এই পরীক্ষার গ্রহণযোগ্যতা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

চিকিৎসা বিজ্ঞানীদের মতে, যদি এই পরীক্ষার কার্যকারিতা আরও প্রমাণিত হয়, তাহলে এটি হবে ক্যানসার শনাক্তকরণের এক ঐতিহাসিক মোড় পরিবর্তন।

সূত্র : বিবিসি

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানে নাশকতা
প্রেস সচিবের ফেসবুক পোস্ট; ৩ কয়লাখনি থেকে কয়লা না তোলা ভুল ছিল
আজ নোয়াখালী মুক্ত দিবস
শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
‘মিনেসোটা প্রোটোকল’ মেনে শুরু জুলাই শহীদদের শনাক্তকরণ
বইয়ের জ্ঞান খেলাপিদের কাছে হার মানল: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
এভারকেয়ারে জোবাইদা, চলছে মেডিকেল বোর্ডের সভা
স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের
বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
নির্বাচনে ৮৯% সাংবাদিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায়: জরিপ
১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ
৬ ডিসেম্বর ১৯৭১ : বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত ও ভুটান
জুলাই আন্দোলনের অজ্ঞাত ১১৪ শহীদের পরিচয় শনাক্তে সিআইডির উদ্যোগ
জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সেন্টমার্টিন থেকে ১৮৫০ কেজি বর্জ্য অপসারণ করল কেওক্রাডং
বিএনপি ‘প্রতিশ্রুতির রাজনীতিতে’ বিশ্বাসী: রিজভী
খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
সিএমপির সব থানার ওসি রদবদল