রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহের উপায়
জাপানি, ব্রিটিশ ও জর্ডানীয় তিন বিজ্ঞানীকে সম্মান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬:২৬, ৮ অক্টোবর ২০২৫

ছবি : সিএনএন
২০২৫ সালের নোবেল পুরস্কার রসায়নে পেয়েছেন তিন বিজ্ঞানী—জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর ইয়াঘি। তাঁরা যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন যুগান্তকারী উদ্ভাবন ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস’ (Metal-Organic Frameworks বা MOFs) তৈরি করার জন্য। বুধবার (৮ অক্টোবর) সুইডেনের স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
নোবেল কমিটির চেয়ারম্যান হেইনার লিঙ্কে বলেন, “মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস অসীম সম্ভাবনা নিয়ে এসেছে, যা রসায়নবিদদের হাতে এমন সব নতুন উপাদান তৈরির সুযোগ দিয়েছে, যা আগে কল্পনাই করা যেত না।”
কী এই ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’?
এই ফ্রেমওয়ার্কগুলো হলো ধাতু ও জৈব অণুর সমন্বয়ে গঠিত বিশাল ছিদ্রযুক্ত গঠন, যার ভেতর দিয়ে গ্যাস ও রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। একে বলা যায় “অণু-হোটেল” — যেখানে গ্যাস অণুগুলো অতিথির মতো আসা-যাওয়া করতে পারে একই কাঠামোর মধ্যে।
এই প্রযুক্তির মাধ্যমে:মরুভূমির বাতাস থেকে জল আহরণ করা যায়,কার্বন ডাই–অক্সাইড ধরে রাখা যায়,
বিষাক্ত গ্যাস সংরক্ষণ সম্ভব এবং রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করা যায়।
লিঙ্কে হাস্যরসের সঙ্গে উদাহরণ দেন, “এটি হারমায়োনির ব্যাগের মতো—বাইরে ছোট, কিন্তু ভেতরে বিশাল। অল্প জায়গায় প্রচুর গ্যাস ধারণ করতে পারে।”
২০২৪ সালে রসায়নে নোবেল পেয়েছিলেন তিন বিজ্ঞানী, যারা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে প্রায় সব পরিচিত প্রোটিনের কাঠামো উন্মোচন করেছিলেন। তার আগের বছর, ২০২৩-এ, পুরস্কার গিয়েছিল কোয়ান্টাম ডট প্রযুক্তির উদ্ভাবকদের হাতে, যা এখন টেলিভিশন স্ক্রিন ও ক্যানসার অস্ত্রোপচারে ব্যবহৃত হয়।
এই বছরের রসায়ন পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১০ লাখ মার্কিন ডলার)।
বিশেষজ্ঞদের মতে, মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস আগামী দশকে জ্বালানি সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, ও পরিষ্কার জ্বালানি প্রযুক্তি উন্নয়নে বিপ্লব ঘটাবে।