বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

| ২০ কার্তিক ১৪৩২

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী! 

বিজ্ঞান ডেস্ক

প্রকাশ: ১৯:৩৩, ৩১ অক্টোবর ২০২৫

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী! 

পৃথিবী থেকে প্রায় ৭৩ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি দ্বৈত নক্ষত্র ব্যবস্থা টি০১-২২৬৭—এই সিস্টেমেই জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন দুটি নিশ্চিত পৃথিবী-আকারের গ্রহ এবং তৃতীয় একটি সম্ভাব্য গ্রহ।

এই আবিষ্কার কেবল নতুন এক মহাজাগতিক দিগন্তই উন্মোচন করেনি, বরং দ্বৈত নক্ষত্রের চারপাশে গ্রহ গঠনের ধারণাকেও নতুন করে চ্যালেঞ্জ জানিয়েছে।

লিয়েজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী সেবাস্তিয়ান জুন্নিগা-ফার্নান্দেজ-এর নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষকদল মহাকাশ ও স্থলভিত্তিক টেলিস্কোপের মাধ্যমে এই আবিষ্কারটি নিশ্চিত করে। তারা বলছেন, টি০১-২২৬৭ একটি অত্যন্ত বিরল বাইনারি সিস্টেম, যেখানে দুটি পৃথক নক্ষত্রের চারপাশে একাধিক গ্রহ ঘুরছে—যা মহাবিশ্বে খুব কমই দেখা যায়।

এই সিস্টেমের দুটি নক্ষত্রই এম-শ্রেণির বামন তারা—অর্থাৎ আকারে ছোট, কম উজ্জ্বল ও ঠান্ডা।

তারা এতটাই কাছাকাছি অবস্থান করছে যে তাদের মধ্যে দূরত্ব মাত্র ৮ জ্যোতির্বৈজ্ঞানিক একক (প্রায় ৭৪৪ মিলিয়ন মাইল)।

এমন ঘন কক্ষপথ সাধারণত মহাকর্ষীয় টানের কারণে গ্রহ গঠনে বাধা সৃষ্টি করে, কারণ নবীন গ্যাস-ধূলিকণার ডিস্ক দ্রুত ছিন্নভিন্ন হয়ে যায়।
তবুও টি০১-২২৬৭ এই নিয়মের ব্যতিক্রম।

গবেষকরা জানিয়েছেন,প্রথম গ্রহটির একবার কক্ষপথ পূর্ণ হতে লাগে ২.২৮ দিন,দ্বিতীয়টির লাগে ৩.৪৯ দিন,আর তৃতীয় সম্ভাব্য প্রার্থীর ক্ষেত্রে সময় ২.০৩ দিন।

এই গ্রহগুলো এত দ্রুত ঘুরছে যে, তাদের অবস্থান সূর্যের খুব কাছাকাছি থাকা বুধ গ্রহের থেকেও অনেক বেশি উত্তপ্ত হতে পারে।

দুটি নিশ্চিত গ্রহের কক্ষপথের অনুপাত প্রায় ৩:২, যা জ্যোতির্বিজ্ঞানে ‘মিন-মোশন রেজোন্যান্স’ নামে পরিচিত।

এ ধরনের সম্পর্কিত কক্ষপথে থাকা গ্রহগুলির মধ্যে সূক্ষ্ম মহাকর্ষীয় প্রভাব পড়ে—যা সময়ের ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে শনাক্ত করা যায়।

তৃতীয় সম্ভাব্য গ্রহটির কক্ষপথ অভ্যন্তরীণ গ্রহের তুলনায় আরও ঘনিষ্ঠ।

যদি তিনটি গ্রহই একই তারাকে প্রদক্ষিণ করত, তবে তাদের মধ্যে সংঘর্ষের ঝুঁকি থাকত।

সিমুলেশন অনুযায়ী, তৃতীয় গ্রহটি সম্ভবত অপর তারাটিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে—ফলে গোটা সিস্টেমটি স্থিতিশীল থাকে।

দুটি নক্ষত্রেরই আলোকচ্ছটা মাঝে মাঝে তীব্রভাবে পরিবর্তিত হচ্ছে—ফ্লেয়ার ও স্পট কার্যকলাপের কারণে।

এটি গ্রহের ট্রানজিট সংকেতের সঙ্গে মিশে যেতে পারে, তাই বিজ্ঞানীরা আরও সূক্ষ্ম সময়-ভিত্তিক পর্যবেক্ষণের প্রস্তুতি নিচ্ছেন।

যদি তৃতীয় গ্রহটিও নিশ্চিত হয়, তবে টি০১-২২৬৭ হবে ইতিহাসের অন্যতম বিরল সিস্টেম, যেখানে দুটি পৃথক সূর্যের চারপাশে গ্রহ ঘুরছে।

এটি মহাবিশ্বে ‘দ্বৈত সূর্যের নিচে জীবনের সম্ভাবনা’ নিয়ে নতুন প্রশ্ন ও সম্ভাবনার দ্বার খুলে দেবে। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

৫ দল নিয়ে বিপিএল শুরু ডিসেম্বরের মাঝামাঝি
ইসির বিজ্ঞপ্তি প্রকাশ; নিবন্ধন-প্রতীক পেল আরও ৩ রাজনৈতিক দল, এনসিপি পেল ‘শাপলা কলি’
‘প্রকাশ্যে ‘ফ্লার্ট’ করতে সক্ষম পুরুষই আমার পছন্দ’-মালাইকা অরোরা
নরফোক’র নতুন উদ্যেগ; প্রবীণদের জীবন বাঁচাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা
’ওয়ার অন টেরর’-এর স্থপতি ডিক চেনি মারা গেছেন
ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন মল্লিক!
নতুন রূপে সেলেসাও স্কোয়াড; নেইমার বাইরে, ফাবিনহোর প্রত্যাবর্তন
চলে গেলেন ৩ বার অস্কার পাওয়া কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড
ভারতে ট্রেনের ধাক্কা, চূর্ণবিচূর্ণ বগি, নিহত ৪
বকেয়া না মেটালে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি আদানির
মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩৭ বন্দি
বেলুচিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৪ সন্ত্রাসী নিহত: পাকিস্তান
ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত–শরীরচর্চা শিক্ষক পদ বাতিলে নারীপক্ষের তীব্র প্রতিবাদ
বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ
সুপ্রিম কোর্টে ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল
সাগরে লঘুচাপ, দুই বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কানাডায় শোতে বিতর্কে মাধুরী দীক্ষিত; দর্শকদের ক্ষোভ, টিকিট ফেরতের দাবি
নাসীরুদ্দীন তাসনিম নেতৃত্বে গঠিত এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি
১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক