মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

নিউইয়র্কে ৭০% মানুষ ভাড়াটে

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ২৩:৪৪, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ০১:২৬, ৫ নভেম্বর ২০২৫

নিউইয়র্কে ৭০% মানুষ ভাড়াটে

স্বপ্নের শহর নিউইয়র্কেও এখন সাশ্রয়ীভাবে থাকা যেন বিলাসিতা!  ছবি: ইডিসি এনওয়াইসি

বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে। জীবনযাপনে হিমশিম খেতে হচ্ছে নাগরিকদের। এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশের স্বপ্নের শহর নিউইয়র্কেও এখন সাশ্রয়ীভাবে থাকা যেন বিলাসিতা!

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, শহরের ৮৫ লাখ জনসংখ্যার মধ্যে ৭০ শতাংশ মানুষ ভাড়াটে এবং প্রতি চারজনের একজন, অর্থাৎ ২৫ শতাংশ নাগরিক মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন।

ফরাসি সংবাদসংস্থা এএফপি ও সম্পত্তি সাইট স্ট্রিট ইজি এই তথ্য জানিয়েছে।

এই দুই মাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে নিউইয়র্কে গড় মাসিক ভাড়া প্রথমবারের মতো ৪ হাজার ডলার ছাড়িয়েছে—যা যুক্তরাষ্ট্রের জাতীয় গড় মাসিক ভাড়ার দ্বিগুণেরও বেশি। গত এক বছরে ফ্ল্যাটের ভাড়া বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ।

এই বাড়িভাড়া ও মুদ্রাস্ফীতির চাপে সাধারণ মানুষ কঠিন সময় পার করছেন। ৬৫ বছর বয়সী বাসিন্দা সান্তিয়াগো বলেন, “আমরা আমাদের সম্প্রদায়ের জন্য সাশ্রয়ী আবাসন চাই। আমরা খরচের ভারে জর্জরিত।”

অনেক পরিবার বাধ্য হয়ে শহর ছেড়ে নিউ জার্সি বা আশপাশের তুলনামূলক কম ব্যয়বহুল এলাকায় চলে যাচ্ছেন।

এমনকি এই শহরে মুদিখানার পণ্যের দামও বেড়েছে ৯ শতাংশ। ডিম, মাংস, মাছ ও হাঁস-মুরগির দাম বৃদ্ধির ফলে ৯০ শতাংশ নিউইয়র্কবাসী মনে করেন—তাদের আয় ব্যয়ের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়।

এই শহরের আরেক বাসিন্দা বারটেন্ডার স্টিভেন লোজে বলেন, “আমরা প্রতিদিন ভাবি—টাকাগুলো কোথায় চলে যাচ্ছে! সব খরচই কেবল বাড়ছে।”

এমন অর্থনৈতিক চাপের মধ্যেই নিউইয়র্কে মেয়র নির্বাচন ৪ নভেম্বর। প্রার্থী জোহরান মামদানি তার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছেন—বাড়িভাড়া স্থবিরকরণ ও পরবর্তী ১০ বছরে ২ লাখ নতুন বাড়ি নির্মাণের।

বর্তমান মেয়র এরিক অ্যাডামসের আমলে বাড়িভাড়া বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ।

মামদানি বলেন, “আবাসন নাগরিক অধিকার। শহরটিকে ধনীদের নয়, মানুষের জন্য গড়ে তুলতে হবে।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার