মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

| ২০ কার্তিক ১৪৩২

 পর্নো সাইটে ইতালির প্রধানমন্ত্রীসহ সেলিব্রেটিদের এআই তৈরি নগ্ন ছবি

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশ: ১৬:৪৬, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৪৮, ৪ নভেম্বর ২০২৫

 পর্নো সাইটে ইতালির প্রধানমন্ত্রীসহ সেলিব্রেটিদের এআই তৈরি নগ্ন ছবি

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।ছবি: রয়টার্স

ইতালিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা সেলিব্রেটিদের নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনায়। এই ছবিগুলোর মধ্যে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কিংবদন্তি অভিনেত্রী সোফিয়া লরেন, এবং খ্যাতনামা লেখিকা ফ্রানচেস্কা বারাসহ আরও অনেক প্রভাবশালী নারী।

সম্প্রতি সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক ফ্রানচেস্কা বারা নিজের কৃত্রিমভাবে তৈরি নগ্ন ছবি দেখতে পান একটি জনপ্রিয় পর্নোগ্রাফিক ওয়েবসাইটে। বারা জানান, ‘এটি দেখে আমি হতবাক হয়ে পড়ি। মনে হলো, আমাকে দ্বিতীয়বার অপমান করা হলো।’ তিনি আরও বলেন, ‘আমার ছোট মেয়ে জিজ্ঞেস করেছিল, তুমি কেমন অনুভব করছ? কিন্তু আমি বুঝতে পারছিলাম—তার অজানতেই হয়তো মনে এসেছে, যদি এটা তার সঙ্গে ঘটত, সে কী করত?’

ইতালির বিতর্কিত অনলাইন ফোরাম ‘সোশ্যাল মিডিয়া গার্লস’-এ সাত মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। সেখানে ‘ইতালিয়ান সেলিব্রিটি নিউডস’ নামে একটি বিশেষ সেকশন খুলে রাখা হয়েছে। এর আগেও ‘মিয়া মগলিয়ে’ নামের ফেসবুক গ্রুপ ও ‘ফিকা’ ওয়েবসাইটে অনুরূপ ভুয়া ও পরিবর্তিত ছবি পোস্ট করা হয়েছিল।

বারা ইতালিতে প্রথম নারী, যিনি এই ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছেন। তার আইনি সহায়তায় আছেন আইনজীবী ডানিয়েলা কাপুটো, যিনি জানিয়েছেন—‘তরুণ নারীরা সাধারণত এমন মামলায় যেতে ভয় পান, কারণ এতে সুনাম, চাকরি এবং ভবিষ্যৎ ক্ষতির আশঙ্কা থাকে।’

এআই নিয়ন্ত্রণে ইউরোপের প্রথম আইন পাস

এ ঘটনার পর ইতালি ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে এআই-নির্ভর ভুয়া কনটেন্ট ছড়ানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে একটি বিস্তৃত আইন অনুমোদন করেছে। এতে এমন অপরাধের জন্য কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে—বিদেশি সার্ভারভিত্তিক এসব প্ল্যাটফর্মের উৎস সনাক্ত করা। বারা মনে করেন, ‘রাজনীতিকদের একসঙ্গে বসে সমাধান খুঁজতে হবে, কারণ পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে।’

তিনি সতর্ক করেছেন এই ধরনের ডিজিটাল নির্যাতন মানসিকভাবে প্রাণঘাতী হতে পারে। উদাহরণ হিসেবে তিনি স্মরণ করান ২০১৩ সালের সেই কিশোরী ক্যারোলিনা পিচিও-র আত্মহত্যার ঘটনা, যিনি অনলাইনে নিজের ভিডিও ছড়িয়ে পড়ার পর অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে মারা যান।

যৌনশিক্ষা ও সামাজিক সচেতনতার আহ্বান

বারা ইতালির সরকারের সমালোচনা করে বলেন, ‘স্কুলে যৌন ও সম্পর্ক শিক্ষা সীমিত করা আত্মঘাতী সিদ্ধান্ত হবে।’ ইউরোপের অল্প কয়েকটি দেশের একটি হলো ইতালি, যেখানে বাধ্যতামূলক যৌনশিক্ষা নেই। তিনি মনে করেন, সমাজে ডিজিটাল সম্মতির শিক্ষা না ছড়ালে তরুণ প্রজন্ম আরও ঝুঁকিতে পড়বে।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নরফোক’র নতুন উদ্যেগ; প্রবীণদের জীবন বাঁচাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা
’ওয়ার অন টেরর’-এর স্থপতি ডিক চেনি মারা গেছেন
ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন মল্লিক!
নতুন রূপে সেলেসাও স্কোয়াড; নেইমার বাইরে, ফাবিনহোর প্রত্যাবর্তন
চলে গেলেন ৩ বার অস্কার পাওয়া কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড
ভারতে ট্রেনের ধাক্কা, চূর্ণবিচূর্ণ বগি, নিহত ৪
বকেয়া না মেটালে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি আদানির
মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩৭ বন্দি
বেলুচিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৪ সন্ত্রাসী নিহত: পাকিস্তান
ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত–শরীরচর্চা শিক্ষক পদ বাতিলে নারীপক্ষের তীব্র প্রতিবাদ
বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ
সুপ্রিম কোর্টে ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল
সাগরে লঘুচাপ, দুই বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কানাডায় শোতে বিতর্কে মাধুরী দীক্ষিত; দর্শকদের ক্ষোভ, টিকিট ফেরতের দাবি
নাসীরুদ্দীন তাসনিম নেতৃত্বে গঠিত এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি
১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক
টিআইবি’র প্রতিবেদন : ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার অনিয়ম
আদালত ঘোষিত ফেরারি আসামি প্রার্থী হতে পারবে না
‘মেসি আমার চেয়ে ভালো? এটা আমি মানি না’ রোনালদো!