মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

| ২০ কার্তিক ১৪৩২

১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬:১৯, ৪ নভেম্বর ২০২৫

১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্রুকিংস এডু

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৮ নভেম্বর ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সেদিন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে একটি সরকারি ওয়ার্কিং বৈঠকে অংশ নেবেন। সোমবার (৩ নভেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

এই সফরকে ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন গতি আসছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষত, সৌদি আরবকে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিতে ট্রাম্পের চাপ দীর্ঘদিনের বিষয়, যা এবার সরাসরি আলোচনার টেবিলে আসতে পারে।

২০২০ সালে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোকে নিয়ে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে ওই দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পদক্ষেপ না হওয়ায় সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেয়নি।

সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন “সৌদি আরব শেষ পর্যন্ত অ্যাকর্ডসে যোগ দেবে।”

এ সফরে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেন, “ক্রাউন প্রিন্স আসার সময় কিছু স্বাক্ষরের আলোচনা চলছে, তবে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি।”

সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত অস্ত্রব্যবস্থা ও নিরাপত্তার আনুষ্ঠানিক গ্যারান্টি চাইছে। বহু বছর ধরেই দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে—রিয়াদ তেল সরবরাহ করে, আর ওয়াশিংটন দেয় নিরাপত্তা আশ্বাস।

গত মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তিতে সম্মত হয় দুই দেশ। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ অস্ত্রগ্রাহক হিসেবে সৌদি আরব এরই মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

’ওয়ার অন টেরর’-এর স্থপতি ডিক চেনি মারা গেছেন
ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন মল্লিক!
নতুন রূপে সেলেসাও স্কোয়াড; নেইমার বাইরে, ফাবিনহোর প্রত্যাবর্তন
চলে গেলেন ৩ বার অস্কার পাওয়া কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড
ভারতে ট্রেনের ধাক্কা, চূর্ণবিচূর্ণ বগি, নিহত ৪
বকেয়া না মেটালে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি আদানির
মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩৭ বন্দি
বেলুচিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৪ সন্ত্রাসী নিহত: পাকিস্তান
ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত–শরীরচর্চা শিক্ষক পদ বাতিলে নারীপক্ষের তীব্র প্রতিবাদ
বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ
সুপ্রিম কোর্টে ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল
সাগরে লঘুচাপ, দুই বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কানাডায় শোতে বিতর্কে মাধুরী দীক্ষিত; দর্শকদের ক্ষোভ, টিকিট ফেরতের দাবি
নাসীরুদ্দীন তাসনিম নেতৃত্বে গঠিত এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি
১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক
টিআইবি’র প্রতিবেদন : ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার অনিয়ম
আদালত ঘোষিত ফেরারি আসামি প্রার্থী হতে পারবে না
‘মেসি আমার চেয়ে ভালো? এটা আমি মানি না’ রোনালদো!
এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন