মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬:১৯, ৪ নভেম্বর ২০২৫

১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্রুকিংস এডু

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৮ নভেম্বর ওয়াশিংটন সফরে যাচ্ছেন। সেদিন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে একটি সরকারি ওয়ার্কিং বৈঠকে অংশ নেবেন। সোমবার (৩ নভেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

এই সফরকে ঘিরে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নতুন গতি আসছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষত, সৌদি আরবকে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিতে ট্রাম্পের চাপ দীর্ঘদিনের বিষয়, যা এবার সরাসরি আলোচনার টেবিলে আসতে পারে।

২০২০ সালে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোকে নিয়ে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে ওই দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। তবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পদক্ষেপ না হওয়ায় সৌদি আরব এখনও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেয়নি।

সম্প্রতি সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন “সৌদি আরব শেষ পর্যন্ত অ্যাকর্ডসে যোগ দেবে।”

এ সফরে দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। ট্রাম্প প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেন, “ক্রাউন প্রিন্স আসার সময় কিছু স্বাক্ষরের আলোচনা চলছে, তবে বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি।”

সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত অস্ত্রব্যবস্থা ও নিরাপত্তার আনুষ্ঠানিক গ্যারান্টি চাইছে। বহু বছর ধরেই দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে—রিয়াদ তেল সরবরাহ করে, আর ওয়াশিংটন দেয় নিরাপত্তা আশ্বাস।

গত মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তিতে সম্মত হয় দুই দেশ। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ অস্ত্রগ্রাহক হিসেবে সৌদি আরব এরই মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার