মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ, হরতালের হুমকি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৬:৪৪, ৪ নভেম্বর ২০২৫

বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ, হরতালের হুমকি

বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন দলীয় নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তারা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।

ঘটনাস্থলে উপস্থিত গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, সকাল ৯টা ৩৫ মিনিটে হিরণের সমর্থকরা ট্রেনের সামনে শুয়ে পড়ে রেলপথ অবরোধ করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রেনটি প্রায় ৩৭ মিনিট স্টেশনে আটকে থাকে।

এর আগে সোমবার রাতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার বলেন, “হিরণ ভাইকে মনোনয়ন না দেওয়া হলে আমরা হরতালের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

একইসঙ্গে বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি জানানো হয়, আন্দোলনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি দিতে হিরণকে পুনর্বিবেচনায় এনে প্রার্থী করা হোক।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে হিরণের সহধর্মিণী সাইদা মাসরুর আবেগঘন কণ্ঠে বলেন, “১৭ বছর ধরে আমরা এক দিনও শান্তিতে থাকতে পারিনি। জুলাই আন্দোলনে স্বামী ছিলেন জেলে, আমি মেয়েকে নিয়ে ছিলাম আন্দোলনের ময়দানে।”

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস।

গত সোমবার বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। তালিকা অনুযায়ি য় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার