মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

| ২০ কার্তিক ১৪৩২

বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ, হরতালের হুমকি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৬:৪৪, ৪ নভেম্বর ২০২৫

বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ, হরতালের হুমকি

বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন দলীয় নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তারা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।

ঘটনাস্থলে উপস্থিত গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, সকাল ৯টা ৩৫ মিনিটে হিরণের সমর্থকরা ট্রেনের সামনে শুয়ে পড়ে রেলপথ অবরোধ করেন। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রেনটি প্রায় ৩৭ মিনিট স্টেশনে আটকে থাকে।

এর আগে সোমবার রাতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার বলেন, “হিরণ ভাইকে মনোনয়ন না দেওয়া হলে আমরা হরতালের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

একইসঙ্গে বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি জানানো হয়, আন্দোলনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি দিতে হিরণকে পুনর্বিবেচনায় এনে প্রার্থী করা হোক।

বিক্ষোভ পরবর্তী সমাবেশে হিরণের সহধর্মিণী সাইদা মাসরুর আবেগঘন কণ্ঠে বলেন, “১৭ বছর ধরে আমরা এক দিনও শান্তিতে থাকতে পারিনি। জুলাই আন্দোলনে স্বামী ছিলেন জেলে, আমি মেয়েকে নিয়ে ছিলাম আন্দোলনের ময়দানে।”

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আকন্দ সুমন, এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস।

গত সোমবার বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। তালিকা অনুযায়ি য় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের প্রার্থী হয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

’ওয়ার অন টেরর’-এর স্থপতি ডিক চেনি মারা গেছেন
ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন মল্লিক!
নতুন রূপে সেলেসাও স্কোয়াড; নেইমার বাইরে, ফাবিনহোর প্রত্যাবর্তন
চলে গেলেন ৩ বার অস্কার পাওয়া কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড
ভারতে ট্রেনের ধাক্কা, চূর্ণবিচূর্ণ বগি, নিহত ৪
বকেয়া না মেটালে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি আদানির
মুক্তি পাচ্ছেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৩৭ বন্দি
বেলুচিস্তানে সেনা অভিযানে ভারত-সমর্থিত ৪ সন্ত্রাসী নিহত: পাকিস্তান
ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত–শরীরচর্চা শিক্ষক পদ বাতিলে নারীপক্ষের তীব্র প্রতিবাদ
বিএনপির মনোনয়ন না পেয়ে গৌরীপুরে ট্রেন অবরোধ
সুপ্রিম কোর্টে ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল
সাগরে লঘুচাপ, দুই বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
কানাডায় শোতে বিতর্কে মাধুরী দীক্ষিত; দর্শকদের ক্ষোভ, টিকিট ফেরতের দাবি
নাসীরুদ্দীন তাসনিম নেতৃত্বে গঠিত এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি
১৮ নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্প-সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পের বৈঠক
টিআইবি’র প্রতিবেদন : ৮৯১ প্রকল্পে ২ হাজার কোটি টাকার অনিয়ম
আদালত ঘোষিত ফেরারি আসামি প্রার্থী হতে পারবে না
‘মেসি আমার চেয়ে ভালো? এটা আমি মানি না’ রোনালদো!
এনসিপিসহ তিন দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন