টেকনাফে পুলিশের অভিযান
১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
উখিয়া–টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৮, ৪ নভেম্বর ২০২৫
ছবি: সমাজকাল
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ও একটি অটোরিকশাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি।
অভিযানের নেতৃত্ব দেন ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল) অলক বিশ্বাস।
জানা গেছে, সোমবার (৩ নভেম্বর) বিকেলে হোয়াইক্যং বাজার সংলগ্ন কক্সবাজার–টেকনাফ মহাসড়কে ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন—সাইফুল ইসলাম (২৩), পিতা শামসুল আলম, গ্রাম রইক্ষং, হোয়াইক্যং ইউনিয়ন।
আমির হোসেন (৪৫), পিতা মৃত জামাল, গ্রাম তেচ্ছিব্রীজ, টেকনাফ।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
