মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত–শরীরচর্চা শিক্ষক পদ বাতিলে নারীপক্ষের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫৩, ৪ নভেম্বর ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত–শরীরচর্চা শিক্ষক পদ বাতিলে নারীপক্ষের তীব্র প্রতিবাদ

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের পদ বাতিলের প্রতিবাদে তীব্র ক্ষোভ জানিয়েছে নারীপক্ষ। সংগঠনটি বলেছে, সরকার অযৌক্তিক ও চাপানউতোরে নতি স্বীকার করেছে—এ সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ প্রজন্মের মানসিক ও সাংস্কৃতিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২ নভেম্বর ২০২৫ তারিখে নতুন প্রজ্ঞাপন জারি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করে। এর আগে ২৮ আগস্ট প্রকাশিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’-এ এই দুটি বিষয়ের শিক্ষক নিয়োগের বিধান রাখা হয়েছিল।

নারীপক্ষ জানিয়েছে, কিছু রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠন এই বিধিমালার বিরোধিতা করে ধর্ম শিক্ষক নিয়োগের দাবি তোলে এবং আন্দোলনের হুমকি দেয়। তারা অভিযোগ করে, সঙ্গীত শিক্ষা নাকি ভবিষ্যৎ প্রজন্মকে “ইসলামবিদ্বেষী” করে তুলবে—যা নারীপক্ষসহ বহু সাংস্কৃতিক সংগঠন সরাসরি অপপ্রচার হিসেবে নাকচ করেছিল।

নারীপক্ষ বলছে, সরকার প্রথম প্রজ্ঞাপনে সংস্কৃতিনির্ভর শিক্ষা ব্যবস্থার যে উদ্যোগ নিয়েছিল, তা ছিল প্রশংসনীয়। কিন্তু এখন নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার মৌলবাদী চাপের কাছে নতি স্বীকার করেছে—যা জাতির দীর্ঘমেয়াদি স্বার্থের পরিপন্থী।

বিবৃতিতে বলা হয়, সঙ্গীত ও শরীরচর্চা ধর্মবিরোধী নয়; বরং শিশুদের সংবেদনশীল, সংস্কৃতিমনা ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলে। নারীপক্ষ উদাহরণ হিসেবে উল্লেখ করেছে—তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষা বাধ্যতামূলক।

তাদের মতে, শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য; এটি স্বাস্থ্য, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। তাই শিক্ষাব্যবস্থা থেকে এই দুটি বিষয় বাদ দেওয়া ভবিষ্যৎ নাগরিকদের পরিপূর্ণ বিকাশকে বাধাগ্রস্ত করবে।
নারীপক্ষ বলেছে—“সরকারকে জনগণের কল্যাণে ও শিশুদের মানসিক–শারীরিক বিকাশে সিদ্ধান্ত নিতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক—তাদের বিকাশে সঙ্গীত ও শরীরচর্চা অপরিহার্য।”

সংগঠনটি সরকারের প্রতি অনতিবিলম্বে নতুন প্রজ্ঞাপন বাতিল করে পূর্বের ২৮ আগস্টের প্রজ্ঞাপন বহাল রাখার আহ্বান জানিয়েছে। অন্যথায়, নারীপক্ষ মনে করে, “জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের এই ক্ষতির দায় সরকারকেই বহন করতে হবে।”
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার
শীতের আমেজ: আরও দুই ডিগ্রি নামার আশঙ্কা
সাত গোলের দাপটে শেষ ষোলোয় আর্জেন্টিনা অনূর্ধ্ব–১৭ দল