ভারতে ট্রেনের ধাক্কা, চূর্ণবিচূর্ণ বগি, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:৪৮, ৪ নভেম্বর ২০২৫
ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলায় ট্রেন দুর্ঘটনা। ছবি: এনডিটিভি
ভারতের ছত্তিশগড় রাজ্যের বিলাসপুর জেলায় এক ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও বহু যাত্রী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় বিলাসপুর–কাটনি রুটের লাল খদন এলাকায় যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
বিলাসপুরের পুলিশ সুপার রাজনীশ সিং জানিয়েছেন, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং আরও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। রেলওয়ে কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে কাজ করছে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলো সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
রেল কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে ওভারহেড বৈদ্যুতিক তার ও সিগন্যালিং সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগন্যালিং ত্রুটি বা মানবিক ভুলের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
সরকারি সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
