শাপলা কলি কেমন হবে, জানে না এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৩১, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:৪১, ৪ নভেম্বর ২০২৫
ছবি: আরিফুর রহমান তুহিনের ফেসবুক
বাংলাদেশের রাজনীতিতে নতুন যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক নিবন্ধন পাওয়ার মাধ্যমে দলটির সাংগঠনিক কার্যক্রম এখন পুরোপুরি বৈধ রূপ পেয়েছে।
নির্বাচন কমিশনের সঙ্গে অনেক দেন দরবারের পর পছন্দের কাছাকাছি প্রতীক শাপলা কলি পেয়েছে। দলটির দাবি ছিল জাতীয় ফুল শাপলা। নির্বাচন কমিশনের সীমাবদ্ধতার কারণে শেষমেষ নিবন্ধনের তালিকায় শাপলা কলি যুক্ত করা হয়।
কিন্তু প্রথমদিন এনসিপি এই প্রতীক নিবে না বলে প্রতিবাদ জানায়।
তবে শেষ পর্যন্ত এই প্রতীক তারা গ্রহণ করে। দলীয় নেতাকর্মীরা এ নিয়ে তাৎক্ষণিক স্লোগানও দেয়।
তবে এখন এ নিয়ে নতুন আলোচনা, কেমন হবে শাপলা কলি। তা নিয়ে নির্বাচন কমিশন কোন নির্দেশনাই দেয়নি। আজ দলটি চূড়ান্ত নিবন্ধনের বিষয় নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
দলের একজন গুরুত্বপূর্ণ নেতা যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারীকে ধন্যবাদ জানান।
তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান হাসনাত আবদুল্লাহ সাইফুল্লাহ হায়দার এবং পুরো সংগঠক টিমকে, যাদের নিরলস পরিশ্রমে দলের কাঠামো ও কর্মসূচি আজ জাতীয় স্বীকৃতি পেয়েছে।
এই স্ট্যাটাসের সঙ্গে তিনি একটি শাপলার ছবি দেন। যদিও এই ছবির কোন সুনির্দিষ্ট নাম দেওয়া হয়নি। কারণ এখনো কমিশন থেকে দলটির প্রতীকের ছবি অনুমোদন দেওয়া হয়নি।
ইসি সূত্র জানিয়েছে, শিগরিরই অনুমোদিত ছবি দেওয়া হবে।
