আরপিও সংশোধনে অসন্তোষ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫৪, ৪ নভেম্বর ২০২৫
						বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ছবি: সংগৃহীত
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
দলের লটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচন কমিশনের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সংশোধনী প্রণয়ন করা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় সাইফুল হক বলেন, “নির্বাচন কমিশন বড় চ্যালেঞ্জের মুখে আছে। আরপিও ও আচরণবিধি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি— এটা নিয়ে আমরা গভীর অসন্তোষ জানিয়েছি। সরকারের ওপর দায় চাপিয়ে ইসি দায় এড়িয়ে যেতে পারে না।”
তিনি আরও বলেন, “আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া উচিত ছিল। এটা কোনো বিবেচনাসম্মত কাজ হয়নি। নির্বাচন কমিশনের সক্ষমতা ও মর্যাদা রক্ষাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
এর আগে আরপিও সংশোধন করে সোমবার (৩ নভেম্বর) সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করে। নতুন বিধানে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—
- আদালত ঘোষিত ফেরারি আসামি ভোটে অংশ নিতে পারবে না।
 - দেড় দশক পর আবার সশস্ত্র বাহিনীর সংজ্ঞা ফিরেছে নির্বাচনি আইনে।
 - একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের ব্যবস্থা পুনর্বহাল।
 - সমভোটে পুনর্নির্বাচন।
 - জোট করলেও ভোট হবে নিজ দলের প্রতীকেই।
 - জামানত ৫০ হাজার টাকা।
 - আচরণবিধি লঙ্ঘনে দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা।
 - আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিং পদ্ধতি।
 - অনিয়মে নির্বাচন কমিশনকে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা।
 - এআইয়ের অপব্যবহার নির্বাচনি অপরাধ হিসেবে গণ্য।
 - হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচনের পরও ব্যবস্থা নিতে পারবে ইসি।
 
সিইসির সঙ্গে বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলটি জামানত ও নির্বাচনি ব্যয় কমানোসহ ৩১ দফা দাবি নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করে।
এসময় সাইফুল হক বলেন, “আমরা মনে করি, এখনও সময় আছে। গোটা নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব।”
তিনি আরও আশা প্রকাশ করেন, “আমরা একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে পারব। সরকারের কোনো চাপেই যেন ইসি নতি স্বীকার না করে, সে আহ্বান জানিয়েছি।”
